পৃথিবীর ইজ্জত
অশ্লীল সংঘাতে মরি যেন লজ্জাতে
সত্ত্বার অপমান হয়ে চলে নিত্য,
খোলসের আবরণে হায়েনারা দিন গোনে
ফুটফাতে নিয়মের হয় শেষ কৃত্য।
কবে হবে উত্থান ধরণীর আহ্বান
নিভৃতে শোষণের নেই যেন অন্ত,
কালো মেঘ ঈশানে বসবাস শ্মশানে
শান্তির দূত ভ্রমে নিজে বিভ্রান্ত।
জ্বলছে যে দাবানল কে নিভাবে দিয়ে জল
সকলে তো স্বার্থের কারাগারে বন্দী,
আইনের আশ্রয় অপরাধ জন্মায়
ধংসের খেলাতে মাতে প্রতিদ্বন্দ্বী।
লজ্জারা খোঁজে ঠাই মানবের ঘৃণা নাই
ভক্ষণ করে ভাই ভাইয়েরই রক্ত,
শিক্ষার মাপকাঠি ছাদে করে হাঁটাহাঁটি
গোপনীয় বস্তু আজ উন্মুক্ত।
দেহ বেঁচে উল্লাস যার বদ অভ্যাস
অন্যকে বলে সে বেহায়া বজ্জাত,
শিক্ষার অবহেলা যেন হায়েনার মেলা
কে বাঁচাবে আজ বল পৃথিবীর ইজ্জত।
সত্ত্বার অপমান হয়ে চলে নিত্য,
খোলসের আবরণে হায়েনারা দিন গোনে
ফুটফাতে নিয়মের হয় শেষ কৃত্য।
কবে হবে উত্থান ধরণীর আহ্বান
নিভৃতে শোষণের নেই যেন অন্ত,
কালো মেঘ ঈশানে বসবাস শ্মশানে
শান্তির দূত ভ্রমে নিজে বিভ্রান্ত।
জ্বলছে যে দাবানল কে নিভাবে দিয়ে জল
সকলে তো স্বার্থের কারাগারে বন্দী,
আইনের আশ্রয় অপরাধ জন্মায়
ধংসের খেলাতে মাতে প্রতিদ্বন্দ্বী।
লজ্জারা খোঁজে ঠাই মানবের ঘৃণা নাই
ভক্ষণ করে ভাই ভাইয়েরই রক্ত,
শিক্ষার মাপকাঠি ছাদে করে হাঁটাহাঁটি
গোপনীয় বস্তু আজ উন্মুক্ত।
দেহ বেঁচে উল্লাস যার বদ অভ্যাস
অন্যকে বলে সে বেহায়া বজ্জাত,
শিক্ষার অবহেলা যেন হায়েনার মেলা
কে বাঁচাবে আজ বল পৃথিবীর ইজ্জত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৪/২০১৮সুন্দর!
-
মোঃ ফাহাদ আলী ২৯/০৪/২০১৮মন ভরানো লেখা।