প্রেমের ফাগুন
থাকতে চেয়ে ছিলাম
তোমার ভূবন জুড়ে,
রাখতে চেয়েছিলাম
হৃদয় মাঝে মুড়ে।
দুঃসাহসী ছিলাম
ছিলাম না তো ভীতু,
ছলাকলায় পূর্ণ ছিল
প্রীতির ষড়ঋতু।
স্বপ্নে ভরা মনে
অনেক ছিল আশা,
অপেক্ষমাণ অন্তরেতে
পূর্ণ ভালোবাসা।
সুখী হতে চেয়ে
মিথ্যে ভালোবেসে,
শুধু গ্লানির হিসাব কষো
তুমি পরিশেষে।
আশার অতীত ছিল
অদ্ভুদ আচরণ,
সুখ ছেড়ে তাই দুঃখের সাথে
তোমার সন্ধিক্ষণ।
ঘাটতি ছিল কিসের
উচিৎ ছিল বলা,
হয়তো তাতে ঘুচে যেত
ভিন্ন পথে চলা।
দেহে সোহাগ মেখে
প্রাণে নিয়ে আগুন,
প্রলোভনের ফাঁদে ফেঁসে
খোঁজো সুখের ফাগুন?
মিথ্যে মায়ায় ভুলে
হারাচ্ছ তাই সব,
তোমার আমার একাত্মতাই
ফাগুণের উৎসব।
তোমার ভূবন জুড়ে,
রাখতে চেয়েছিলাম
হৃদয় মাঝে মুড়ে।
দুঃসাহসী ছিলাম
ছিলাম না তো ভীতু,
ছলাকলায় পূর্ণ ছিল
প্রীতির ষড়ঋতু।
স্বপ্নে ভরা মনে
অনেক ছিল আশা,
অপেক্ষমাণ অন্তরেতে
পূর্ণ ভালোবাসা।
সুখী হতে চেয়ে
মিথ্যে ভালোবেসে,
শুধু গ্লানির হিসাব কষো
তুমি পরিশেষে।
আশার অতীত ছিল
অদ্ভুদ আচরণ,
সুখ ছেড়ে তাই দুঃখের সাথে
তোমার সন্ধিক্ষণ।
ঘাটতি ছিল কিসের
উচিৎ ছিল বলা,
হয়তো তাতে ঘুচে যেত
ভিন্ন পথে চলা।
দেহে সোহাগ মেখে
প্রাণে নিয়ে আগুন,
প্রলোভনের ফাঁদে ফেঁসে
খোঁজো সুখের ফাগুন?
মিথ্যে মায়ায় ভুলে
হারাচ্ছ তাই সব,
তোমার আমার একাত্মতাই
ফাগুণের উৎসব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রবিউল ইসলাম রাব্বি ০১/০৪/২০১৮সুন্দর লিখেছেন ভালো লাগলো প্রিয়