প্রেমধারা
শ্রাবনের ধারা বয়
সাথী পথ চেয়ে রয়
হয়তোবা আঁখিজলে সিক্ত,
গম্ভীর ভাবনায়
বিনয়ী প্রত্যয়
সন্ধান চায় অতিরিক্ত।
বর্ষার ধারাতে
চায় মন হারাতে
শুনে ওই বজ্রের হুঙ্কার,
কামনার ছলনায়
প্রাপ্তির বাসনায়
জোর করে কেড়ে নেয় অধিকার।
সাথী থাকে নির্ভয়
উকি দেয় সংশয়
অধিকার করে যেন নৃত্য,
প্রাণ যায় ঘুমিয়ে
দেহটাকে জুড়িয়ে
নির্ঘুম জেগে থাকে চিত্ত।
সযতনে ছায়াতলে
আদরের বাহুবলে
নির্জনে হয়ে যায় পরিনয়,
যেন দুটি আত্মা
পায় খুঁজে সত্ত্বা
পূর্ণতা নিয়ে প্রেম জেগে রয়।
ভ্রান্তির বেড়াজালে
সরলতা আটকালে
কষ্টের ছায়া করে যুক্তি,
সৌখীন আলো এসে
দুজনারে ভালোবেসে
কেড়ে নেয় হৃদয়ের ভক্তি।
একা চলা শুরু হয়
জানে না কে কোথা রয়
দুজনেই নির্জনে রিক্ত,
শেষ হয় মনোবল
বেদনারা বাঁধে দল
দু নয়ন আঁখিজলে সিক্ত।
সাথী পথ চেয়ে রয়
হয়তোবা আঁখিজলে সিক্ত,
গম্ভীর ভাবনায়
বিনয়ী প্রত্যয়
সন্ধান চায় অতিরিক্ত।
বর্ষার ধারাতে
চায় মন হারাতে
শুনে ওই বজ্রের হুঙ্কার,
কামনার ছলনায়
প্রাপ্তির বাসনায়
জোর করে কেড়ে নেয় অধিকার।
সাথী থাকে নির্ভয়
উকি দেয় সংশয়
অধিকার করে যেন নৃত্য,
প্রাণ যায় ঘুমিয়ে
দেহটাকে জুড়িয়ে
নির্ঘুম জেগে থাকে চিত্ত।
সযতনে ছায়াতলে
আদরের বাহুবলে
নির্জনে হয়ে যায় পরিনয়,
যেন দুটি আত্মা
পায় খুঁজে সত্ত্বা
পূর্ণতা নিয়ে প্রেম জেগে রয়।
ভ্রান্তির বেড়াজালে
সরলতা আটকালে
কষ্টের ছায়া করে যুক্তি,
সৌখীন আলো এসে
দুজনারে ভালোবেসে
কেড়ে নেয় হৃদয়ের ভক্তি।
একা চলা শুরু হয়
জানে না কে কোথা রয়
দুজনেই নির্জনে রিক্ত,
শেষ হয় মনোবল
বেদনারা বাঁধে দল
দু নয়ন আঁখিজলে সিক্ত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সন্দীপ দাস ১৯/০৪/২০১৮দারুন
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০৪/২০১৮ভালো।
-
মোঃ ফাহাদ আলী ১৮/০৪/২০১৮প্রেমধারা চলতে থাক...।