প্রেমাসক্ত
আমি নির্বাক হয়ে যাই
আজো আমার অন্তর জুড়ে
ব্যাথা ছাড়া কিছু নাই।
যেন সুনামির মত
আমার দিকে ধেয়ে আসে
দুঃখ বেদনা যত।
আজ করি পরিহাস
ভূবন আমার তোমাতে ডুবে
হয়ে গেছে ক্রীতদাস।
পরাজিত আমি নই
পৃথিবীর কাছে প্রশ্ন তবুও
সুখের ঠিকানা কই?
ঘৃণ্য আবেদনে মেতে
লোমহর্ষক দুঃখ যেন
নিয়েছি জীবনে গেঁথে।
হলনা পরিনয়
নিজের মনের সাথে কখনও
অভিনয় করা যায়?
সম্মুখপানে চেয়ে
বিতাড়িত কোন আত্মাহূতি
আসছে নিকটে ধেয়ে।
আগ্রহ তবু রয়
বেদনার শেষে সুখের স্রোত
কিঞ্চিৎ যদি বয়।
তবুও নিমন্ত্রণ
দুঃখীর দলে হয়তো আবার
হবে নিবন্ধন।
কে যেন ডেকে কয়
জগতের সব প্রেমের নাকি
একই পরনতি হয়।
শুনে হই বিব্রত
বিরহের মাঝে লুকিয়ে আছে
পৃথিবীর সুখ যত।
যত হয় বিভক্ত
গভীরতা তত বেড়েই চলে
কারণ আজো প্রেমাসক্ত।
আজো আমার অন্তর জুড়ে
ব্যাথা ছাড়া কিছু নাই।
যেন সুনামির মত
আমার দিকে ধেয়ে আসে
দুঃখ বেদনা যত।
আজ করি পরিহাস
ভূবন আমার তোমাতে ডুবে
হয়ে গেছে ক্রীতদাস।
পরাজিত আমি নই
পৃথিবীর কাছে প্রশ্ন তবুও
সুখের ঠিকানা কই?
ঘৃণ্য আবেদনে মেতে
লোমহর্ষক দুঃখ যেন
নিয়েছি জীবনে গেঁথে।
হলনা পরিনয়
নিজের মনের সাথে কখনও
অভিনয় করা যায়?
সম্মুখপানে চেয়ে
বিতাড়িত কোন আত্মাহূতি
আসছে নিকটে ধেয়ে।
আগ্রহ তবু রয়
বেদনার শেষে সুখের স্রোত
কিঞ্চিৎ যদি বয়।
তবুও নিমন্ত্রণ
দুঃখীর দলে হয়তো আবার
হবে নিবন্ধন।
কে যেন ডেকে কয়
জগতের সব প্রেমের নাকি
একই পরনতি হয়।
শুনে হই বিব্রত
বিরহের মাঝে লুকিয়ে আছে
পৃথিবীর সুখ যত।
যত হয় বিভক্ত
গভীরতা তত বেড়েই চলে
কারণ আজো প্রেমাসক্ত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ২৯/০৩/২০১৮আজো প্রেমাসক্ত...।
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৩/২০১৮ভালো।
-
মীর মুহাম্মাদ আলী ২৯/০৩/২০১৮বেশ ভালো।
-
রেজাউল রেজা (নীরব কবি) ২৯/০৩/২০১৮Daruuuuun.!!