প্রেম সুখ
এই কি প্রেমের রীতি?
দুঃখের দিনে ছেড়ে চলে যাবে
সুখের দিনের সাথী!
নেমে আসে চোখে জল!
দুঃখের দহনে প্রেমের কারণে
হারিয়েছি মনোবল!
গেলে প্রতিজ্ঞা ভূলে?
সুখের সাথী দুঃখ দেখে
অন্য কারো হলে?
আশা নিয়ে দিন গুনি,
একলা ঘরে ব্যাথায় মরে
তোমার আওয়াজ শুনি।
মন ভরা যার লোভ,
হাজার পেয়েও হৃদয় ভরে না
অন্তর ভরা ক্ষোভ।
তুমিও তেমন সাথী,
আনন্দ ভরা দিন হারিয়ে
জ্বেলেছ দুঃখের বাতি।
সুখের পিছে ছুটে,
ব্যাথার গহীন সাগর হতে
নেয়ে এসেছ উঠে।
কি আছে সম্বল?
অন্তর ভরা বেদনা তোমার
নয়ন ভরা জল!
ব্যথায় ভরে বুক!
বেদনার মাঝে কাব্য রচে
প্রেমের দারুন সুখ।
দুঃখের দিনে ছেড়ে চলে যাবে
সুখের দিনের সাথী!
নেমে আসে চোখে জল!
দুঃখের দহনে প্রেমের কারণে
হারিয়েছি মনোবল!
গেলে প্রতিজ্ঞা ভূলে?
সুখের সাথী দুঃখ দেখে
অন্য কারো হলে?
আশা নিয়ে দিন গুনি,
একলা ঘরে ব্যাথায় মরে
তোমার আওয়াজ শুনি।
মন ভরা যার লোভ,
হাজার পেয়েও হৃদয় ভরে না
অন্তর ভরা ক্ষোভ।
তুমিও তেমন সাথী,
আনন্দ ভরা দিন হারিয়ে
জ্বেলেছ দুঃখের বাতি।
সুখের পিছে ছুটে,
ব্যাথার গহীন সাগর হতে
নেয়ে এসেছ উঠে।
কি আছে সম্বল?
অন্তর ভরা বেদনা তোমার
নয়ন ভরা জল!
ব্যথায় ভরে বুক!
বেদনার মাঝে কাব্য রচে
প্রেমের দারুন সুখ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ০২/০৬/২০১৮দারুন অনুভূতি।
-
সাইদ খোকন নাজিরী ০২/০৬/২০১৮খুব ভাল লাগল!
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০২/০৬/২০১৮দারুণ .........
-
পবিত্র চক্রবর্তী ০২/০৬/২০১৮চাই বারবার প্রেম হোক এবং ভেঙে যাক - ব্যাপারটা হলো ভেঙেছে বলেই বানান ও অন্য বিষয় অনেকটাই সঠিক ( বানান , ছন্দ ইত্যাদি ))। আসলে কি জানো পাহাড়ের বুকে যে আঘাত পরে , ছিটকে বেরোয় পাথরকুচি । আর তাই তো রাস্তায় পাহাড়ের কান্নারা জমে নির্মান হয় রাজপথ - সভ্যতার বাড়ে গতি । তাই সুখের থেকে দুঃখ অনেক ভালো eb.কাছের ॥