প্রেম রত্ন
যত্ন করি রত্ন তোমায়,
তুমি এলে রাত্রি পোহায়।
তোমায় দেখে ফুলরা ফোটে,
কান্না নিজেও হেঁসে ওঠে।
তোমার মায়ার ওই নয়নে,
পোড়ে হৃদয় কি দহনে!
তোমায় দেখে তৃষ্ণা বাড়ে,
আর রাত্রি নিদ্রা কাড়ে।
তুমি স্বপ্ন সবার চোখে,
হৃদ স্পন্দন প্রাণের বুকে।
তোমায় নিয়ে মাতোয়ারা,
ভালোবাসায় পাগল পারা।
তোমার আলোয় ও চাঁদ হাসে,
মায়ার বাণে ভুবন ভাসে।
সকলে চায় তোমার ছোয়া,
স্বপ্ন নিয়ে ব্যাকুল হওয়া।
রত্ন ওগো তোমার তরে,
শান্তি নামে সবার ঘরে।
যত্ন তোমার প্রেমের প্রতি,
মূল্যবান যে তুমি অতি।
রত্ন তুমি যত্ন ছাড়া,
টেনে আনো বাঁধার বেড়া।
সবার মাঝে একা যখন,
তুমি রত্ন সঙ্গী তখন।
শান্তি তুমি ব্যথীর বুকে,
হাসাও তারে পরম সুখে।
ক্রোধে তুমি কাঁদাও যখন,
কষ্ট ছাড়া কেউ না সুজন।
তুমি এলে রাত্রি পোহায়।
তোমায় দেখে ফুলরা ফোটে,
কান্না নিজেও হেঁসে ওঠে।
তোমার মায়ার ওই নয়নে,
পোড়ে হৃদয় কি দহনে!
তোমায় দেখে তৃষ্ণা বাড়ে,
আর রাত্রি নিদ্রা কাড়ে।
তুমি স্বপ্ন সবার চোখে,
হৃদ স্পন্দন প্রাণের বুকে।
তোমায় নিয়ে মাতোয়ারা,
ভালোবাসায় পাগল পারা।
তোমার আলোয় ও চাঁদ হাসে,
মায়ার বাণে ভুবন ভাসে।
সকলে চায় তোমার ছোয়া,
স্বপ্ন নিয়ে ব্যাকুল হওয়া।
রত্ন ওগো তোমার তরে,
শান্তি নামে সবার ঘরে।
যত্ন তোমার প্রেমের প্রতি,
মূল্যবান যে তুমি অতি।
রত্ন তুমি যত্ন ছাড়া,
টেনে আনো বাঁধার বেড়া।
সবার মাঝে একা যখন,
তুমি রত্ন সঙ্গী তখন।
শান্তি তুমি ব্যথীর বুকে,
হাসাও তারে পরম সুখে।
ক্রোধে তুমি কাঁদাও যখন,
কষ্ট ছাড়া কেউ না সুজন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৭/০৯/২০১৮অনন্য!!!
-
সাঁঝের তারা ১৬/০৯/২০১৮সুন্দর
-
অলি শর্ম্মা ১৬/০৯/২০১৮Khub bhalo laglo
-
Tanju H ১৬/০৯/২০১৮চমৎকার...............।