প্রেম
যতই খুঁজেছি কারণ,
দুঃখ কষ্টে কাতর হৃদয়
শুধুই করেছে বারন।
সাজিয়েছি মনের মত,
ভূলতে চেয়েছি অভিনয় করে
অভিযোগ ছিল যত।
তোমার প্রেমের ঢেউ,
আমার ভূবন প্লাবনে ভাসাল
জানতে পারেনি কেউ।
জ্বলেছিল যে আলো,
তার পিছে ছুটে জীবনে আজ
আঁধার নেমে এল।
তোমার প্রতিশ্রুতি,
জাগিয়েছিল দুঃখী হৃদয়ে
সুখের অনুভূতি।
ছুটে চলেছি তাই
আলেয়ার পিছে আজো আমি
যদি সুখ খুজে পাই।
কষ্টে কিসের ভয়,
হাজার সয়ে মনের মানুষ
পাশে যদি রয়।
দুঃখ কষ্টে কাতর হৃদয়
শুধুই করেছে বারন।
সাজিয়েছি মনের মত,
ভূলতে চেয়েছি অভিনয় করে
অভিযোগ ছিল যত।
তোমার প্রেমের ঢেউ,
আমার ভূবন প্লাবনে ভাসাল
জানতে পারেনি কেউ।
জ্বলেছিল যে আলো,
তার পিছে ছুটে জীবনে আজ
আঁধার নেমে এল।
তোমার প্রতিশ্রুতি,
জাগিয়েছিল দুঃখী হৃদয়ে
সুখের অনুভূতি।
ছুটে চলেছি তাই
আলেয়ার পিছে আজো আমি
যদি সুখ খুজে পাই।
কষ্টে কিসের ভয়,
হাজার সয়ে মনের মানুষ
পাশে যদি রয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাওয়াদুল জামান অরন্য ০৩/০৬/২০১৮চমৎকার লেখনী। মনের মানুষ পাশে থাকলে কষ্ট মোকাবেলার শক্তি বেড়ে যায়।
-
তাবেরী ০২/০৬/২০১৮বেশ ভালোই।
-
সাইয়িদ রফিকুল হক ০২/০৬/২০১৮আত্মবিশ্বাসই প্রেমের প্রথম পাঠ।