প্রার্থনা
উদ্দেশ্য যার জ্ঞান আহরণ
জগৎ জুড়ে তার বিচরণ
অশেষ সাহস বুকে,
দূর করে সব কুসংস্কার
অগ্রগামী শিক্ষার প্রসার
অন্ধত্ব দেয় রুখে।
মূল্যবান তার পদধূলি
চিরসত্য মুখের বুলি
মহান সে বিদ্যান,
অমঙ্গলের কালো ধোয়া
দূর করে তার যাদুর ছোঁয়া
পবিত্র তার প্রাণ।
ছোয় না তাকে বিষণ্ণতা
সর্বত্র তার সার্থকতা
নিষ্পাপ চরিত্র,
মহাজ্ঞানীর চিন্তাধারা
মহাবিশ্ব আত্মহারা
করবে পবিত্র।
আনন্দ দেয় শান্তনা তার
হৃদয় ভরা জন্ত্রনা যার
সদা সঙ্গোপনে,
সে সকলের ব্যাথার ব্যথী
নয়গো শুধু সুখের সাথী
বিদ্যা বুদ্ধির টানে।
হয়তো বা সে নিবে বিদায়
মিশে রবে প্রতি আত্মায়
হাজার স্মৃতি তার,
মিষ্টি করে কথা বলা
একসাথে এই পথে চলা
অম্লান প্রাণে সবার।
ফুল ফুটে যাক মুখের কথায়
শান্তনা পাক লোকে ব্যথায়
ভুলুক যন্ত্রণা,
এই ভুবনের যেথায় থাকুক
স্রষ্ঠা তাকে সুখে রাখুক
এটাই প্রার্থনা।
জগৎ জুড়ে তার বিচরণ
অশেষ সাহস বুকে,
দূর করে সব কুসংস্কার
অগ্রগামী শিক্ষার প্রসার
অন্ধত্ব দেয় রুখে।
মূল্যবান তার পদধূলি
চিরসত্য মুখের বুলি
মহান সে বিদ্যান,
অমঙ্গলের কালো ধোয়া
দূর করে তার যাদুর ছোঁয়া
পবিত্র তার প্রাণ।
ছোয় না তাকে বিষণ্ণতা
সর্বত্র তার সার্থকতা
নিষ্পাপ চরিত্র,
মহাজ্ঞানীর চিন্তাধারা
মহাবিশ্ব আত্মহারা
করবে পবিত্র।
আনন্দ দেয় শান্তনা তার
হৃদয় ভরা জন্ত্রনা যার
সদা সঙ্গোপনে,
সে সকলের ব্যাথার ব্যথী
নয়গো শুধু সুখের সাথী
বিদ্যা বুদ্ধির টানে।
হয়তো বা সে নিবে বিদায়
মিশে রবে প্রতি আত্মায়
হাজার স্মৃতি তার,
মিষ্টি করে কথা বলা
একসাথে এই পথে চলা
অম্লান প্রাণে সবার।
ফুল ফুটে যাক মুখের কথায়
শান্তনা পাক লোকে ব্যথায়
ভুলুক যন্ত্রণা,
এই ভুবনের যেথায় থাকুক
স্রষ্ঠা তাকে সুখে রাখুক
এটাই প্রার্থনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ০৪/০৫/২০১৮আপনির জন্যও প্রার্থনা করি।
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৫/২০১৮ভালো।