প্রাণের সংক্রমণ
দেখাতে গিয়ে বীরত্ব,
যদি বেড়ে যায় দূরত্ব।
মুক্তি পেলেও দাসত্ব,
আড়াল ক্ষমার মহত্ত্ব।
নিত্য নতুন উদ্ভাবন,
জগত জুড়ে আস্ফালন।
আড়ালে চাপা যে ক্রন্দন,
তাতেই ছিন্ন এ বন্ধন।
ভাগ্য দিল স্বীকৃতি,
কষ্ট পেল নিষ্কৃতি।
এই চরিত্রের বিকৃতি,
দুঃখ কষ্ট প্রভৃতি।
সবার প্রাণের সংকলন,
লজ্জা করতে সংবরণ।
ব্যাথি আত্মার উত্তরণ,
এটাই প্রাণের সংক্রমণ।
যদি বেড়ে যায় দূরত্ব।
মুক্তি পেলেও দাসত্ব,
আড়াল ক্ষমার মহত্ত্ব।
নিত্য নতুন উদ্ভাবন,
জগত জুড়ে আস্ফালন।
আড়ালে চাপা যে ক্রন্দন,
তাতেই ছিন্ন এ বন্ধন।
ভাগ্য দিল স্বীকৃতি,
কষ্ট পেল নিষ্কৃতি।
এই চরিত্রের বিকৃতি,
দুঃখ কষ্ট প্রভৃতি।
সবার প্রাণের সংকলন,
লজ্জা করতে সংবরণ।
ব্যাথি আত্মার উত্তরণ,
এটাই প্রাণের সংক্রমণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৯/০৮/২০১৮বেশ
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০৮/২০১৮ভালো।
-
মধু মঙ্গল সিনহা ১৮/০৮/২০১৮বাহ! চমৎকার,পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।