মিথ্যাজাল
আমি পবিত্র হতে চাই
চীৎকার করে কান্নার সূরে
অপবিত্র হয়ে যাই।
আমার দেহে ভর করে ক্লান্তি
উদ্যমী আমায় দুর্বলতা
এনে দেয় বিভ্রান্তি।
আমার বসন্তে ভরা চারপাশ
গ্রীষ্মের খর তাপদাহ এসে
চুষে নেয় সব রসকষ।
সন্ন্যাসী আমি নই
তাড়নার জালে কেমনে তবু
পাপের বোঝা বই।
আমি সত্য বলতে চাই
মিথ্যা আমাকে গ্রাস করেছে
মিথ্যাই দিয়েছে ঠাই।
আমি পবিত্র হতে চাই
অপবিত্রতা আমার রক্তে মিশেছে
বল কার কাছে যাই।
আমি ভয়ে ভয়ে পথ চলি
ভয়ই আমায় সাহস যোগায়
শোনায় পবিত্র বুলি।
চীৎকার করে কান্নার সূরে
অপবিত্র হয়ে যাই।
আমার দেহে ভর করে ক্লান্তি
উদ্যমী আমায় দুর্বলতা
এনে দেয় বিভ্রান্তি।
আমার বসন্তে ভরা চারপাশ
গ্রীষ্মের খর তাপদাহ এসে
চুষে নেয় সব রসকষ।
সন্ন্যাসী আমি নই
তাড়নার জালে কেমনে তবু
পাপের বোঝা বই।
আমি সত্য বলতে চাই
মিথ্যা আমাকে গ্রাস করেছে
মিথ্যাই দিয়েছে ঠাই।
আমি পবিত্র হতে চাই
অপবিত্রতা আমার রক্তে মিশেছে
বল কার কাছে যাই।
আমি ভয়ে ভয়ে পথ চলি
ভয়ই আমায় সাহস যোগায়
শোনায় পবিত্র বুলি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৌমেন সেন ১০/০৩/২০১৮পাঠে মুগ্ধ হলাম।অপূর্ব!!!আমার ক্ষুদ্র পাতায় ঘুরে আসার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়।
-
মোঃ আকরাম খাঁন (গোলাপ) ০৮/০৩/২০১৮স্বাগত কবিবন্ধু,,কলমের ধার যেন না কমে,,