সিদ্ধান্ত
সিদ্ধান্তে অটল থাকতে চেয়েছিলাম,
তোমার কারনে তা বদলেছি বারবার।
সম্পর্কের বন্ধন স্তব্ধ থাকে না কখনো,
মান অভিমান ত্রুটি বিচ্যুতিযুক্ত বয়ে চলা তার।
পার্থক্য নামক মাপকাঠি মুল্যহীন সেখানে;
পর্যায়ক্রমে অগ্রযাত্রা আজীবনের সংগী বানায়,
অথচ বিরত থাকেনা চীরতরে পর করতে।
তবু আশ্চর্য হয় না কেউ,
প্রতিশ্রুতি ভঙ্গ করা স্বাভাবিক আজকাল।
সত্য লুকিয়ে মিথ্যা অভিনয় নতুন কি আর,
বরং সত্য প্রকাশ আশ্চর্য করে মাঝেমধ্যে।
বইয়ের ভেতরে চাপা পড়া শুকনো ফুলের মত,
আবিষ্কার করেছি নিজেকে।
বিভক্তির যন্ত্রণা আমাকে ছুবেনা কখনো,
কারন সত্য প্রকাশের জন্যই এই দূরত্ব।
তবে আপত্তি কিসে একা চলতে?
নিশ্চিন্ত এ চলা, নেই পিছু ডাকার সম্ভাবনা!
একাকীত্বই আমাকে বারেবার বলে চলেছে,
সিদ্ধান্তে অবিচল থাকতে।
তাই আজও ঝরে যায় ঝর্না,
ভোলেনা সে কারো মিছে ছলনায়।
তোমার কারনে তা বদলেছি বারবার।
সম্পর্কের বন্ধন স্তব্ধ থাকে না কখনো,
মান অভিমান ত্রুটি বিচ্যুতিযুক্ত বয়ে চলা তার।
পার্থক্য নামক মাপকাঠি মুল্যহীন সেখানে;
পর্যায়ক্রমে অগ্রযাত্রা আজীবনের সংগী বানায়,
অথচ বিরত থাকেনা চীরতরে পর করতে।
তবু আশ্চর্য হয় না কেউ,
প্রতিশ্রুতি ভঙ্গ করা স্বাভাবিক আজকাল।
সত্য লুকিয়ে মিথ্যা অভিনয় নতুন কি আর,
বরং সত্য প্রকাশ আশ্চর্য করে মাঝেমধ্যে।
বইয়ের ভেতরে চাপা পড়া শুকনো ফুলের মত,
আবিষ্কার করেছি নিজেকে।
বিভক্তির যন্ত্রণা আমাকে ছুবেনা কখনো,
কারন সত্য প্রকাশের জন্যই এই দূরত্ব।
তবে আপত্তি কিসে একা চলতে?
নিশ্চিন্ত এ চলা, নেই পিছু ডাকার সম্ভাবনা!
একাকীত্বই আমাকে বারেবার বলে চলেছে,
সিদ্ধান্তে অবিচল থাকতে।
তাই আজও ঝরে যায় ঝর্না,
ভোলেনা সে কারো মিছে ছলনায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১০/০৩/২০১৮অনিন্দ্য
-
মোঃ আকরাম খাঁন (গোলাপ) ০৮/০৩/২০১৮সুন্দর
-
মোঃ ফাহাদ আলী ০৮/০৩/২০১৮ভালো লাগলো।