পরিত্রাণ
নিকৃষ্ট হলে গন্য ধৈর্য ধারণ তোমার জন্য
ক্ষমার চোখে ভুল ভ্রান্তি বিশ্রামহীন এই ক্লান্তি।
অন্তরালে রেখে সত্য ধ্বংসযজ্ঞ চালাও নিত্য।
ইচ্ছাকৃত পরিশ্রান্ত অল্প কষ্টে অধিক ক্লান্ত।
সম্মিলিত সে সম্মতি উদঘাটিত অসঙ্গতি।
নোংরা ফাঁদে পথভ্রষ্ট মিথ্যাজালে আকৃষ্ট।
অস্বাভাবিক বাচন ভঙ্গী বিদ্বেষী ভাব নিত্য সঙ্গী।
সম্মুখে নও সচরাচর অন্তরালে রও অগোচর।
সৃষ্ট ঘৃণ্য ধ্বংসলীলা দাম্ভিকতার অবহেলা।
অত্যাচারের নিষ্পেষণে আরাম নিদ্রা অন্বেষণে।
যুক্তিতর্ক উত্থাপিত ন্যায়ের সূর্য অস্তমিত।
নিম্নশ্রেণীর চিন্তাধারা বিলম্বিত ছন্দহারা।
স্বপ্নে শুনি জয়ধ্বনি তৃপ্ত প্রাণের সঞ্জীবনী।
অন্তরালে স্বৈরাচারী বক্তব্যে রঙ বাহারি।
অগ্রগামী ছদ্মবেশে ভূলুণ্ঠিত প্রাণ বিদ্বেষে।
নিত্য রুপের পরিবর্তন পরিবর্তে ক্ষণ সচেতন।
মহাপাপে নিমজ্জিত কর্ম মানব বহির্ভূত।
স্বপক্ষে হও শক্তিশালী ভ্রান্ত চিন্তা চোখের বালি।
রক্তঝরা এ উত্তরন ধংস করবে তোমার শোষণ।
জর্জরিত নিষ্পাপ প্রাণ অহর্নিশি চায় পরিত্রান।
ক্ষমার চোখে ভুল ভ্রান্তি বিশ্রামহীন এই ক্লান্তি।
অন্তরালে রেখে সত্য ধ্বংসযজ্ঞ চালাও নিত্য।
ইচ্ছাকৃত পরিশ্রান্ত অল্প কষ্টে অধিক ক্লান্ত।
সম্মিলিত সে সম্মতি উদঘাটিত অসঙ্গতি।
নোংরা ফাঁদে পথভ্রষ্ট মিথ্যাজালে আকৃষ্ট।
অস্বাভাবিক বাচন ভঙ্গী বিদ্বেষী ভাব নিত্য সঙ্গী।
সম্মুখে নও সচরাচর অন্তরালে রও অগোচর।
সৃষ্ট ঘৃণ্য ধ্বংসলীলা দাম্ভিকতার অবহেলা।
অত্যাচারের নিষ্পেষণে আরাম নিদ্রা অন্বেষণে।
যুক্তিতর্ক উত্থাপিত ন্যায়ের সূর্য অস্তমিত।
নিম্নশ্রেণীর চিন্তাধারা বিলম্বিত ছন্দহারা।
স্বপ্নে শুনি জয়ধ্বনি তৃপ্ত প্রাণের সঞ্জীবনী।
অন্তরালে স্বৈরাচারী বক্তব্যে রঙ বাহারি।
অগ্রগামী ছদ্মবেশে ভূলুণ্ঠিত প্রাণ বিদ্বেষে।
নিত্য রুপের পরিবর্তন পরিবর্তে ক্ষণ সচেতন।
মহাপাপে নিমজ্জিত কর্ম মানব বহির্ভূত।
স্বপক্ষে হও শক্তিশালী ভ্রান্ত চিন্তা চোখের বালি।
রক্তঝরা এ উত্তরন ধংস করবে তোমার শোষণ।
জর্জরিত নিষ্পাপ প্রাণ অহর্নিশি চায় পরিত্রান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৪/০৮/২০১৮লিখা বেশ , ভালো লাগল,ধন্যবাদ।
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৮/২০১৮সকলের পরিত্রাণ হোক।