পরিণতি
অস্ত্র তুলে বস্ত্র খুলে
করছে ওরা কি?
ঘটল সবি চোখের সামনে
দেখেও দেখিনি।
ওই জল্লাদ পায় আহ্লাদ
মহাজনের কাছে,
মধ্যে পড়ে বললে কথা
মরব আমি পাছে।
অক্ত বুঝে ভক্তরা তার
নির্দেশ মত চলে,
চোরে চোরে মাস্তুত ভাই
কি লাভ আমার বলে।
কৃষ্টি আমার সৃষ্টি তোমার
বৃথা চোখের জল,
আদর করে বাসর সাজায়
শূন্য ফলাফল।
কটু কথায় পটু আমার
চুল পেকেছে কালে,
দাঁত পড়েছে ভেজাল খেয়ে
টাক ফেটেছে বেলে।
নাক গলাতে বেল তলাতে
তবু আমি যাই,
একাই করি দাপাদাপি
সঙ্গী কেহ নাই।
দাস সেজে আজ বাশ খেয়েছে
মিথ্যে চোখের জল,
অস্ত্র ফেলে শেষ বয়সে
মাখছে নিজের মল।
কালের গতি পরিণতি
ভাবত যদি লোকে,
চোখের জলে ভিজত না কেউ
থাকত সবাই সুখে।
করছে ওরা কি?
ঘটল সবি চোখের সামনে
দেখেও দেখিনি।
ওই জল্লাদ পায় আহ্লাদ
মহাজনের কাছে,
মধ্যে পড়ে বললে কথা
মরব আমি পাছে।
অক্ত বুঝে ভক্তরা তার
নির্দেশ মত চলে,
চোরে চোরে মাস্তুত ভাই
কি লাভ আমার বলে।
কৃষ্টি আমার সৃষ্টি তোমার
বৃথা চোখের জল,
আদর করে বাসর সাজায়
শূন্য ফলাফল।
কটু কথায় পটু আমার
চুল পেকেছে কালে,
দাঁত পড়েছে ভেজাল খেয়ে
টাক ফেটেছে বেলে।
নাক গলাতে বেল তলাতে
তবু আমি যাই,
একাই করি দাপাদাপি
সঙ্গী কেহ নাই।
দাস সেজে আজ বাশ খেয়েছে
মিথ্যে চোখের জল,
অস্ত্র ফেলে শেষ বয়সে
মাখছে নিজের মল।
কালের গতি পরিণতি
ভাবত যদি লোকে,
চোখের জলে ভিজত না কেউ
থাকত সবাই সুখে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডা. মুহাম্মদ হেলাল উদ্দিন ০৫/০৫/২০১৮ভাল লেখাই কাম্য।
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০৫/২০১৮ভালো।
-
মোস্তাফিজ মিঠু ০৫/০৫/২০১৮সুন্দর। ভালো লেগেছে।