পরিনাম
তবু সেই বিষ আমি আজো করাই পান,
যেই বিষে কেড়ে নেয় লাখো কোটি প্রাণ।
রাস্তার মোড়ে মোড়ে সে বিষের উৎসব,
নিভৃতে থেমে যায় আগামীর কলরব।
অর্থ গেছে যাক গেলো চলে সম্মান,
যেতে বেশী বাকি নেই নিকোটিনে পচা জান।
ফুটফাতে বেচে বেচে বাস করি প্রাসাদে,
বড় বড় নেতাদের হেল্প নেই ফ্যাসাদে।
মন্ত্রীর সাথে চলি সংসদে আছে ঠাই,
আমি মাদকের কিং কারো কাছে প্রুভ নাই।
গোটা দশ চালানে যদি ভালো ফল পাই,
হাজী হব তবে পাব মানুষের মনে ঠাই।
সেই সনদের জোরে চলবে হরদম,
টেকনিক আছে জানা লেখাপড়া কিছু কম।
সমাজের কল্যানে নিবাদিত এই প্রাণ,
আরো বিষ ফলাতে আমার এই অভিযান।
মুখ ফুটে যদি কেউ সত্যটা বলবে,
বিদায়ের ঘণ্টা তাঁর বেজে চলবে।
নিরাপদ রাখতে বিদেশে প্রস্থান,
তবু বিষ দিল মুখে আমারই সন্তান?
হজ্ব করে ধুয়েছি পাপে ভেজা সব ঘাম,
তবু পাপে ছাড়লনা পেলাম এই পরিনাম!
যেই বিষে কেড়ে নেয় লাখো কোটি প্রাণ।
রাস্তার মোড়ে মোড়ে সে বিষের উৎসব,
নিভৃতে থেমে যায় আগামীর কলরব।
অর্থ গেছে যাক গেলো চলে সম্মান,
যেতে বেশী বাকি নেই নিকোটিনে পচা জান।
ফুটফাতে বেচে বেচে বাস করি প্রাসাদে,
বড় বড় নেতাদের হেল্প নেই ফ্যাসাদে।
মন্ত্রীর সাথে চলি সংসদে আছে ঠাই,
আমি মাদকের কিং কারো কাছে প্রুভ নাই।
গোটা দশ চালানে যদি ভালো ফল পাই,
হাজী হব তবে পাব মানুষের মনে ঠাই।
সেই সনদের জোরে চলবে হরদম,
টেকনিক আছে জানা লেখাপড়া কিছু কম।
সমাজের কল্যানে নিবাদিত এই প্রাণ,
আরো বিষ ফলাতে আমার এই অভিযান।
মুখ ফুটে যদি কেউ সত্যটা বলবে,
বিদায়ের ঘণ্টা তাঁর বেজে চলবে।
নিরাপদ রাখতে বিদেশে প্রস্থান,
তবু বিষ দিল মুখে আমারই সন্তান?
হজ্ব করে ধুয়েছি পাপে ভেজা সব ঘাম,
তবু পাপে ছাড়লনা পেলাম এই পরিনাম!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৩/২০১৮ভালো লাগলো।
-
মোঃ ফাহাদ আলী ২৭/০৩/২০১৮মনোমুগ্ধকর বর্ণনা।
-
আনোয়ার হোসেন ২৭/০৩/২০১৮ভালো হয়েছে অনেক