পরিমিত পরিমাণ
দেখেছি জগৎ ঘুরে
সাবধানতা অবলম্বনকারী
বেশী ঝামেলায় পড়ে।
কষ্টে অর্জিত রত্ন
অবলীলায় হারিয়ে যায়
করলে অতি যত্ন।
অতিরিক্ত সাহস
হয় বিপদের সম্মুখীন
পায় না সুখের পরশ।
আবার বেশী ভয়
অধিকার থেকে বঞ্ছিত করে
থাকা উচিৎ নয়।
বেশী জাগতিক জ্ঞান
ধর্ম থেকে দূরে সরায়
নাস্তিকের সমান।
অধিক প্রীতির মায়া
নিয়ন্ত্রণ করে নিজের মনকে
অন্য কারো ছায়া।
বেশী বলার স্বভাব
সত্য ঢেকে মিথ্যে জাগায়
বোঝায় জ্ঞানের অভাব।
অধিক নীরবতা
অতি ভক্তি চোরের লক্ষণ
বলে যায় সে কথা।
সব চাই পরিমিত
তবেই সুনাম আসবে ঘরে
থাকুক বাধা শত।
সাবধানতা অবলম্বনকারী
বেশী ঝামেলায় পড়ে।
কষ্টে অর্জিত রত্ন
অবলীলায় হারিয়ে যায়
করলে অতি যত্ন।
অতিরিক্ত সাহস
হয় বিপদের সম্মুখীন
পায় না সুখের পরশ।
আবার বেশী ভয়
অধিকার থেকে বঞ্ছিত করে
থাকা উচিৎ নয়।
বেশী জাগতিক জ্ঞান
ধর্ম থেকে দূরে সরায়
নাস্তিকের সমান।
অধিক প্রীতির মায়া
নিয়ন্ত্রণ করে নিজের মনকে
অন্য কারো ছায়া।
বেশী বলার স্বভাব
সত্য ঢেকে মিথ্যে জাগায়
বোঝায় জ্ঞানের অভাব।
অধিক নীরবতা
অতি ভক্তি চোরের লক্ষণ
বলে যায় সে কথা।
সব চাই পরিমিত
তবেই সুনাম আসবে ঘরে
থাকুক বাধা শত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০৫/২০১৮হু।
-
ন্যান্সি দেওয়ান ১৮/০৫/২০১৮Nice.
-
আব্দুল হক ১৮/০৫/২০১৮সুন্দর, লিখে যান।