পরিমাপের একক
যোগ্যতা আর অজ্ঞতা পরিমাপের একক খুঁজে বেড়াই
কষ্টের পরিমাণ নির্ধারণের উৎকৃষ্ট মাপকাঠি কোথায়?
হৃদয়ের গভীরতা জানবার দুর্দান্ত আগ্রহ ঘুরপাক খায়,
বিষণ্ণতা আর উম্মাদনার বাস্তব প্রতিফলনের আকাঙ্খায়।
নির্ধারিত হবে ন্যায্য সঠিক ভাবে কবে কখন কোথায়?
হাজারো প্রশ্নের ঝড় বয়ে যায় অন্তর জুড়ে তোমার আমার,
দূর আকাশের অজস্র গ্রহ নক্ষত্র হিসাবের বাইরে কি?
জলরাশির পরিমাণ বাতাসের সীমানা সূর্যালোকের উৎস,
ঢেউয়ের প্রতি ভাজে ভাজে সমুদ্রের যন্ত্রনার বহিঃপ্রকাশ
আমার হৃদয়কে স্পর্শ করে প্রতিনিয়ত, তোমায় করে কি?
জমে থাকা বরফ খণ্ড যেমন সূর্যের ছোয়ায় গলে যায়
তুমি কি তেমন আহ্লাদে গলে যাচ্ছ অবান্তর প্রশ্ন শুনে?
সব কিছুই নিয়মে সীমাবদ্ধ, সবকিছুর পরিমাণ পর্যাপ্ত
নির্ধারিত ঐ আকাশের মেঘ সমস্ত পৃথিবীর গাছের পাতা।
সবকিছুরই পরিমাণ মত হিসাবের গণ্ডিতে সীমাবদ্ধ।
লজ্জায় লাল হওয়া আর আত্ম অহংকার আছে লিপিবদ্ধ
সবই জানতে পারবে একদিন হিসাবের খাতাটা খুললেই।
প্রশ্ন আর উত্তরের মাঝামাঝি যে দাঁড়ায়, তার জীবন বৃত্তান্ত
ফলবান বৃক্ষের প্রতিদান না চাওয়ার কারণ আমি আজো
খুঁজে বেড়াই আর তোমরা বলছ এটাকে পরিমাপের একক।
কষ্টের পরিমাণ নির্ধারণের উৎকৃষ্ট মাপকাঠি কোথায়?
হৃদয়ের গভীরতা জানবার দুর্দান্ত আগ্রহ ঘুরপাক খায়,
বিষণ্ণতা আর উম্মাদনার বাস্তব প্রতিফলনের আকাঙ্খায়।
নির্ধারিত হবে ন্যায্য সঠিক ভাবে কবে কখন কোথায়?
হাজারো প্রশ্নের ঝড় বয়ে যায় অন্তর জুড়ে তোমার আমার,
দূর আকাশের অজস্র গ্রহ নক্ষত্র হিসাবের বাইরে কি?
জলরাশির পরিমাণ বাতাসের সীমানা সূর্যালোকের উৎস,
ঢেউয়ের প্রতি ভাজে ভাজে সমুদ্রের যন্ত্রনার বহিঃপ্রকাশ
আমার হৃদয়কে স্পর্শ করে প্রতিনিয়ত, তোমায় করে কি?
জমে থাকা বরফ খণ্ড যেমন সূর্যের ছোয়ায় গলে যায়
তুমি কি তেমন আহ্লাদে গলে যাচ্ছ অবান্তর প্রশ্ন শুনে?
সব কিছুই নিয়মে সীমাবদ্ধ, সবকিছুর পরিমাণ পর্যাপ্ত
নির্ধারিত ঐ আকাশের মেঘ সমস্ত পৃথিবীর গাছের পাতা।
সবকিছুরই পরিমাণ মত হিসাবের গণ্ডিতে সীমাবদ্ধ।
লজ্জায় লাল হওয়া আর আত্ম অহংকার আছে লিপিবদ্ধ
সবই জানতে পারবে একদিন হিসাবের খাতাটা খুললেই।
প্রশ্ন আর উত্তরের মাঝামাঝি যে দাঁড়ায়, তার জীবন বৃত্তান্ত
ফলবান বৃক্ষের প্রতিদান না চাওয়ার কারণ আমি আজো
খুঁজে বেড়াই আর তোমরা বলছ এটাকে পরিমাপের একক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গাজী তারেক আজিজ ০৯/০৫/২০১৮valo lekhoni
-
পবিত্র চক্রবর্তী ০৮/০৫/২০১৮ভালো লাগলো ॥