পরাধীনতা
নির্যাতনের লেশ
বলছি আছি বেশ,
একটু যদি ভেবে দেখি
কোথায় যাচ্ছে দেশ!
জেলখানা আজ ঘর
নিয়ন্ত্রিত স্বর,
স্বাধীনতা নির্বাসিত
রাষ্ট্রের গায়ে জ্বর!
অতি মাত্রায় শোষণ
ভীতি সবার ভূষণ,
পর্যায়ক্রমে যাচ্ছে বেড়ে
বিবেক বুদ্ধি দূষণ!
খামখেয়ালী রাজা
দোষ না করে সাজা,
রক্ত দিয়ে স্বাধীন হয়ে
স্বাধীন কই আজ প্রজা?
পয়সা যদি থাকে
জ্ঞানী বলি তাকে,
নিজের স্বার্থে সাজিয়ে নিল
আইন কানুন টাকে?
সবার মুখে তালা
কঠিন কথা বলা,
ইশারাতেও বললে কিছু
যাচ্ছে কাঁটা গলা।
বলছি আছি বেশ,
একটু যদি ভেবে দেখি
কোথায় যাচ্ছে দেশ!
জেলখানা আজ ঘর
নিয়ন্ত্রিত স্বর,
স্বাধীনতা নির্বাসিত
রাষ্ট্রের গায়ে জ্বর!
অতি মাত্রায় শোষণ
ভীতি সবার ভূষণ,
পর্যায়ক্রমে যাচ্ছে বেড়ে
বিবেক বুদ্ধি দূষণ!
খামখেয়ালী রাজা
দোষ না করে সাজা,
রক্ত দিয়ে স্বাধীন হয়ে
স্বাধীন কই আজ প্রজা?
পয়সা যদি থাকে
জ্ঞানী বলি তাকে,
নিজের স্বার্থে সাজিয়ে নিল
আইন কানুন টাকে?
সবার মুখে তালা
কঠিন কথা বলা,
ইশারাতেও বললে কিছু
যাচ্ছে কাঁটা গলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২২/১০/২০১৮বাহ। সুন্দর উপলব্ধি