পরাধীন
প্রশ্ন মনে রয়,
স্বাধীন দেশের স্বাধীন মানুষ
পরাধীন কেমনে হয়?
আসলে ব্যাপার তাই,
নামে আমরা স্বাধীন বটে
বাস্তবে তা নাই!
দায়িত্ব হাতে যার,
সবার শান্তি হরণ করেও
সুখ মেলে না তার!
আইন চলছে টাকায়,
আমদানিতে কোন দোষ নেই
অপরাধ চেয়ে দেখায়!
অবৈধ কাকে বলে?
টাকার কাছে সবই বৈধ
বৈধ অর্থ পেলে!
স্বাধীন রয়েছে ঘুম,
রাষ্ট্র এখন চলছে মেনে
পরাধীনতার হুকুম!
তবুও বলছ স্বাধীন?
গভীর ভাবে ভেবে দেখ
তুমিও পরাধীন!
স্বাধীন দেশের স্বাধীন মানুষ
পরাধীন কেমনে হয়?
আসলে ব্যাপার তাই,
নামে আমরা স্বাধীন বটে
বাস্তবে তা নাই!
দায়িত্ব হাতে যার,
সবার শান্তি হরণ করেও
সুখ মেলে না তার!
আইন চলছে টাকায়,
আমদানিতে কোন দোষ নেই
অপরাধ চেয়ে দেখায়!
অবৈধ কাকে বলে?
টাকার কাছে সবই বৈধ
বৈধ অর্থ পেলে!
স্বাধীন রয়েছে ঘুম,
রাষ্ট্র এখন চলছে মেনে
পরাধীনতার হুকুম!
তবুও বলছ স্বাধীন?
গভীর ভাবে ভেবে দেখ
তুমিও পরাধীন!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রবিউল হাসান ০৭/০৬/২০১৮একদম অপ্রিয় সত্য কথা।আমরা নামেই শুধু স্বাধীন।
-
সাইদ খোকন নাজিরী ০৭/০৬/২০১৮বড় ভাই শ্রদ্ধেয় চক্রবর্তীর সাথে সহমত পোষণ করছি। এমনিতে ভাল হয়েছে।
-
পবিত্র চক্রবর্তী ০৭/০৬/২০১৮বক্তব্য পরিষ্কার ও সুন্দর কিন্তু বেশ কয়েক জায়গায় ঠিক করতে হবে ।
১ম অনুচ্ছেদ তৃতীয় লাইন কেমনে হয় হবে । ৫অনুচ্ছেদ সবই হবে । আর বৈধ সবই কলে --এর অর্থ বুঝলাম না । আমার মনে হয় শুধুমাত্র ছন্দের শব্দ বসাবার জন্য তুমি এটা জোর করে বসিয়ে দিয়েছ । এটা ঠিক করো ॥