পিউ মা মনি
পিউ মা মনি সোনার খনি,
কণ্ঠ জুড়ে মিষ্টি ধ্বনি।
পিউ মা মনি পিউ মা মনি,
পেয়ে বাবা শ্রেষ্ঠ ধনী।
চিরশান্তির প্রতিধ্বনি,
স্বর্গসুখের সঞ্জীবনী।
মায়া পুরের বৈতরণী,
পিউ মা মনি আশার বাণী।
করছে সবাই কানা কানি,
মায়ায় ভরা বদন খানি।
এই পৃথিবীর সকল প্রাণী,
ডাকে তাকে পিউ মা মনি।
পিউ মা মনি পিউ মা মনি,
তুমি অনেক ছোট্ট জানি।
ছন্দের মাঝে তোমায় টানি,
দুষ্টু মিষ্টি পিউ মা মনি।
বাবা যখন ব্যস্ত শুনি,
চশমা নিয়ে টানা টানি।
হয়ে গেছে জানা জানি,
অনেক লক্ষ্মী পিউ মা মনি।
স্কুলে তার নেই কো গ্লানি,
পড়ে খেলে চায় যখনি।
টিচার দের তো নয়ন মনি,
পিউ মা মনি সোনার খনি।
পিউ মা মনি পিউ মা মনি,
দেখলে তোমার বদন খানি।
শ্রুতিমধুর বজ্রধ্বনি,
পাথর গলে ঝরে পানি।
কণ্ঠ জুড়ে মিষ্টি ধ্বনি।
পিউ মা মনি পিউ মা মনি,
পেয়ে বাবা শ্রেষ্ঠ ধনী।
চিরশান্তির প্রতিধ্বনি,
স্বর্গসুখের সঞ্জীবনী।
মায়া পুরের বৈতরণী,
পিউ মা মনি আশার বাণী।
করছে সবাই কানা কানি,
মায়ায় ভরা বদন খানি।
এই পৃথিবীর সকল প্রাণী,
ডাকে তাকে পিউ মা মনি।
পিউ মা মনি পিউ মা মনি,
তুমি অনেক ছোট্ট জানি।
ছন্দের মাঝে তোমায় টানি,
দুষ্টু মিষ্টি পিউ মা মনি।
বাবা যখন ব্যস্ত শুনি,
চশমা নিয়ে টানা টানি।
হয়ে গেছে জানা জানি,
অনেক লক্ষ্মী পিউ মা মনি।
স্কুলে তার নেই কো গ্লানি,
পড়ে খেলে চায় যখনি।
টিচার দের তো নয়ন মনি,
পিউ মা মনি সোনার খনি।
পিউ মা মনি পিউ মা মনি,
দেখলে তোমার বদন খানি।
শ্রুতিমধুর বজ্রধ্বনি,
পাথর গলে ঝরে পানি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ৩০/০৮/২০১৮সুন্দর লিখা!
-
পি পি আলী আকবর ৩০/০৮/২০১৮দারুণ হয়েছে