অভিশপ্ত সম্পর্ক
তুমি কি সত্যিই আর ফিরে আসবেনা?
পথ চেয়ে আর কত প্রহর গুনবো আমি?
অভিমানী হৃদয়ের আকুতি
তোমার ঐ কঠিন তন্তরকে
কখনই স্পর্শ করবে না জানি!
অসাধারণ এক ভাললাগা কাজ করে
তুমি স্বেচ্ছায় এলে
আজ বড় রুক্ষ মনে হচ্ছে নিজেকে
সকল বাঁধা পেরিয়ে
আসো না একটি বার
আজ খুব বেশী প্রয়োজন তোমাকে!
বুক ভরা জ্বালা নিয়ে
তুমি ও কি পারছ
কোন কূলে ভিড়তে?
নাকি আমার মত ভাসছ
কিনারাহীন যন্ত্রনার সমুদ্রে?
জানি না কি হয়ে যায়
একত্র হলে তুমি আর আমি!
তারপর দুটি মন
ঠিকই থাকে একত্রে
দেহ দুটি হয়ে যায় আলাদা
চলে যাই দুটি দিগন্তে।
তবে কি কারো প্রতি নেই কোন টান
না কি নেই সেই ভালোবাসা
যা পারে দু জনাকে একত্র রাখতে।
আমার তো মনে হয়
কোন এক অভিশাপে
তুমি আমি দু জনেই জ্বলছি!
ভালবাসা এতই মধুর যে,
ভালবেসে কাঁদতেও ভালো লাগে,
ভাল লাগে মধুময় যন্ত্রণায় জ্বলতে।
পথ চেয়ে আর কত প্রহর গুনবো আমি?
অভিমানী হৃদয়ের আকুতি
তোমার ঐ কঠিন তন্তরকে
কখনই স্পর্শ করবে না জানি!
অসাধারণ এক ভাললাগা কাজ করে
তুমি স্বেচ্ছায় এলে
আজ বড় রুক্ষ মনে হচ্ছে নিজেকে
সকল বাঁধা পেরিয়ে
আসো না একটি বার
আজ খুব বেশী প্রয়োজন তোমাকে!
বুক ভরা জ্বালা নিয়ে
তুমি ও কি পারছ
কোন কূলে ভিড়তে?
নাকি আমার মত ভাসছ
কিনারাহীন যন্ত্রনার সমুদ্রে?
জানি না কি হয়ে যায়
একত্র হলে তুমি আর আমি!
তারপর দুটি মন
ঠিকই থাকে একত্রে
দেহ দুটি হয়ে যায় আলাদা
চলে যাই দুটি দিগন্তে।
তবে কি কারো প্রতি নেই কোন টান
না কি নেই সেই ভালোবাসা
যা পারে দু জনাকে একত্র রাখতে।
আমার তো মনে হয়
কোন এক অভিশাপে
তুমি আমি দু জনেই জ্বলছি!
ভালবাসা এতই মধুর যে,
ভালবেসে কাঁদতেও ভালো লাগে,
ভাল লাগে মধুময় যন্ত্রণায় জ্বলতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ২৩/০৪/২০১৮Best
-
নাজিবুল হাসান মোল্লা ২৩/০৪/২০১৮valo lekha