অভিশপ্ত বেকারত্ব
এই বেকারত্ব নাকি অভিশপ্ত,
বিনিদ্র সত্য বাসনারা সুপ্ত!
মিথ্য উপাত্ত আর বেকারত্ব,
সাম্প্রতিক উপায়ে জুড়ে দেয় শর্ত।
উত্থিত যুক্তি ক্রোধের অভিব্যক্তি,
পদদলিত হয়ে আয়োজিত মুক্তি।
রুখে পরাশক্তি বিবেকের বিলুপ্তি,
একত্রে থেকেও আত্মার বিভক্তি।
প্রাণ সংকীর্ণ দেহ জরাজীর্ণ,
সজ্জিত স্বপ্ন চূর্ণ বিচূর্ণ!
বাড়ন্ত প্রাচুর্য ঐশ্বরিক ঐশ্বর্য,
অহংকারী মনোভাব বিঘ্নিত ধৈর্য।
তবু শিরোধার্য শৌর্য বীর্য,
স্মৃতি জুড়ে অম্লান তার কারুকার্য।
একতাবদ্ধ নয় অসাধ্য,
কলুষিত মতবাদ আজ অবাধ্য।
ধৈর্যের স্বল্পতা গতিশীল ব্যস্ততা,
নিষ্ক্রিয় করে দেয় প্রকৃত যোগ্যতা।
কাটিয়ে আড়ষ্ঠতা গড়ে তুলে সখ্যতা,
নিষ্ফল তবু আজ দীক্ষিত দক্ষতা।
বিনিদ্র সত্য বাসনারা সুপ্ত!
মিথ্য উপাত্ত আর বেকারত্ব,
সাম্প্রতিক উপায়ে জুড়ে দেয় শর্ত।
উত্থিত যুক্তি ক্রোধের অভিব্যক্তি,
পদদলিত হয়ে আয়োজিত মুক্তি।
রুখে পরাশক্তি বিবেকের বিলুপ্তি,
একত্রে থেকেও আত্মার বিভক্তি।
প্রাণ সংকীর্ণ দেহ জরাজীর্ণ,
সজ্জিত স্বপ্ন চূর্ণ বিচূর্ণ!
বাড়ন্ত প্রাচুর্য ঐশ্বরিক ঐশ্বর্য,
অহংকারী মনোভাব বিঘ্নিত ধৈর্য।
তবু শিরোধার্য শৌর্য বীর্য,
স্মৃতি জুড়ে অম্লান তার কারুকার্য।
একতাবদ্ধ নয় অসাধ্য,
কলুষিত মতবাদ আজ অবাধ্য।
ধৈর্যের স্বল্পতা গতিশীল ব্যস্ততা,
নিষ্ক্রিয় করে দেয় প্রকৃত যোগ্যতা।
কাটিয়ে আড়ষ্ঠতা গড়ে তুলে সখ্যতা,
নিষ্ফল তবু আজ দীক্ষিত দক্ষতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০১/২০১৯কঠিন শব্দের প্রয়োগ যে দেখছি!
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৬/০১/২০১৯valo hoyece
-
আব্দুল হক ২৪/০১/২০১৯বেশ ভালো লিখেছেন।
-
শাহজাদা আল হাবীব ২৪/০১/২০১৯কবিতাটি ভালো লেগেছে কবি।