অত্যাচারীর অনাচার
সবার মত তুমিও কি
ধরবে ওদের পায়?
দরিদ্রদের মুখের আহার
কেঁড়ে যারা খায়?
তোমার শীতের বস্ত্র গুলো
রেখে গুদাম ঘরে,
দিন দুপুরে সবার সামনে
নগদ বিক্রি করে!
রোদে পুড়ে ঘামে ভিজে
করছ পরিশ্রম,
হাঁসি মুখে ঠকায় ওরা
মজুরী দেয় কম!
মানুষ নামের জন্তু ওরা
পশুর চামড়া গায়,
ন্যায্য পাওনা পেতে কেন
ধরবে ওদের পায়?
সকল শ্রমিক মজুরেরা
একত্রিত হও,
অত্যাচারীর অনাচারকে
এবার রুখে দাও!
ধরবে ওদের পায়?
দরিদ্রদের মুখের আহার
কেঁড়ে যারা খায়?
তোমার শীতের বস্ত্র গুলো
রেখে গুদাম ঘরে,
দিন দুপুরে সবার সামনে
নগদ বিক্রি করে!
রোদে পুড়ে ঘামে ভিজে
করছ পরিশ্রম,
হাঁসি মুখে ঠকায় ওরা
মজুরী দেয় কম!
মানুষ নামের জন্তু ওরা
পশুর চামড়া গায়,
ন্যায্য পাওনা পেতে কেন
ধরবে ওদের পায়?
সকল শ্রমিক মজুরেরা
একত্রিত হও,
অত্যাচারীর অনাচারকে
এবার রুখে দাও!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ০১/১১/২০১৮বাহ...
-
এমরান হোসেন ০১/১১/২০১৮সুন্দর প্রকাশ
-
সাইয়িদ রফিকুল হক ০১/১১/২০১৮বেশ তো।