অমানবিক অত্যাচার
ক্রমান্বয়ে বেড়ে চলেছে অত্যাচারের মাত্রা,
বিদ্বেষ ভরা মনোভাবে সাঙ্গ হলে যাত্রা।
নিখোঁজ হলে উন্নয়নের পথের অন্তরায়,
না দেখার ভান করছে সবাই এমন অবক্ষয়।
সহজ বিষয় কঠিন করে পয়সা খাবার ভান,
প্রতিহিংসা মানবতার বেজায় বলীয়ান।
সঙ্গী ছেড়ে ভাবছে সবাই একলা চলাই ভাল,
ত্যাগের বিনিময়ে মানুষ ধোকাই শুধু খেল।
তাই শুধু নয় জর্জরিত মহান জাতির বিবেক,
একলা পথের ধারে বসে কাঁদছে তাদের আবেগ।
ভালবাসার বিনিময়ে ঘৃণাই শুধু জোটে,
বৃষ্টি বীণা শুকনো ডালে ফুল কি কভু ফোটে?
উপলব্ধি করা কঠিন তাদের মনের ভাব,
গভীর প্রীতির পরিণয়ে হিংস্রতার উদ্ভব।
মাঝখানে এই আসা যাওয়ায় নানান রকম ছল,
বীণা দোষে সাজা পেয়ে ঝরে চোখের জল।
দেবার বেলায় সবার চোখে পড়ে গেছে ছানি,
নেবার বেলায় কাড়াকাড়ি ভীষণ টানাটানি।
অশেষ পেয়েও অজানা আজ আর কত দরকার,
লোভের যুক্তি ক্ষোভের সৃষ্টি জন্ম অত্যাচার।
বিদ্বেষ ভরা মনোভাবে সাঙ্গ হলে যাত্রা।
নিখোঁজ হলে উন্নয়নের পথের অন্তরায়,
না দেখার ভান করছে সবাই এমন অবক্ষয়।
সহজ বিষয় কঠিন করে পয়সা খাবার ভান,
প্রতিহিংসা মানবতার বেজায় বলীয়ান।
সঙ্গী ছেড়ে ভাবছে সবাই একলা চলাই ভাল,
ত্যাগের বিনিময়ে মানুষ ধোকাই শুধু খেল।
তাই শুধু নয় জর্জরিত মহান জাতির বিবেক,
একলা পথের ধারে বসে কাঁদছে তাদের আবেগ।
ভালবাসার বিনিময়ে ঘৃণাই শুধু জোটে,
বৃষ্টি বীণা শুকনো ডালে ফুল কি কভু ফোটে?
উপলব্ধি করা কঠিন তাদের মনের ভাব,
গভীর প্রীতির পরিণয়ে হিংস্রতার উদ্ভব।
মাঝখানে এই আসা যাওয়ায় নানান রকম ছল,
বীণা দোষে সাজা পেয়ে ঝরে চোখের জল।
দেবার বেলায় সবার চোখে পড়ে গেছে ছানি,
নেবার বেলায় কাড়াকাড়ি ভীষণ টানাটানি।
অশেষ পেয়েও অজানা আজ আর কত দরকার,
লোভের যুক্তি ক্ষোভের সৃষ্টি জন্ম অত্যাচার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।