অতিষ্ঠ
করেছো অতিষ্ঠ হয়েছে অনিষ্ঠ,
দেহগুলো ক্লিষ্ট প্রাণ অবশিষ্ট।
সবুজ এই স্বর্গ প্রীতি ভরা অর্ঘ,
যুদ্ধের দুর্গ লাশে ভরা মর্গ।
সুখ অফুরন্ত স্বপ্ন অনন্ত,
করেছো অশান্ত বেদনা দুরন্ত।
স্বার্থের তেষ্টা ব্যর্থ চেষ্টা,
রসাতলে দেশটা আছে কি শেষটা?
ত্যাগের স্বাধীনতা শহীদের শোকে গাঁথা,
মুখে দেশপ্রেম কথা আড়ালে বর্বরতা।
মিথ্যা প্রতিশ্রুতি ভ্রান্তির অনুভূতি,
জনমনে জমা ভীতি চায় পেতে নিষ্কৃতি।
মেনে নেয়া দুরুহ সহদরে কলহ,
বিপদ সমূহ প্রাণ ভরা বিরহ।
অশান্ত পরিবেশ আছে কি পরিশেষ?
ছড়িয়েছে বিদ্বেষ অবিচারে নিঃশেষ।
তুমি বল সন্ধি প্রাণ ভরা ফন্দি,
হলে প্রতিদন্ধি জনগণ বন্দী।
জাতি পদপিষ্ঠ করেছো অনিষ্ঠ,
সয়ে সয়ে ক্লিষ্ট হয়েছে অতিষ্ঠ।
দেহগুলো ক্লিষ্ট প্রাণ অবশিষ্ট।
সবুজ এই স্বর্গ প্রীতি ভরা অর্ঘ,
যুদ্ধের দুর্গ লাশে ভরা মর্গ।
সুখ অফুরন্ত স্বপ্ন অনন্ত,
করেছো অশান্ত বেদনা দুরন্ত।
স্বার্থের তেষ্টা ব্যর্থ চেষ্টা,
রসাতলে দেশটা আছে কি শেষটা?
ত্যাগের স্বাধীনতা শহীদের শোকে গাঁথা,
মুখে দেশপ্রেম কথা আড়ালে বর্বরতা।
মিথ্যা প্রতিশ্রুতি ভ্রান্তির অনুভূতি,
জনমনে জমা ভীতি চায় পেতে নিষ্কৃতি।
মেনে নেয়া দুরুহ সহদরে কলহ,
বিপদ সমূহ প্রাণ ভরা বিরহ।
অশান্ত পরিবেশ আছে কি পরিশেষ?
ছড়িয়েছে বিদ্বেষ অবিচারে নিঃশেষ।
তুমি বল সন্ধি প্রাণ ভরা ফন্দি,
হলে প্রতিদন্ধি জনগণ বন্দী।
জাতি পদপিষ্ঠ করেছো অনিষ্ঠ,
সয়ে সয়ে ক্লিষ্ট হয়েছে অতিষ্ঠ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ২২/০৮/২০১৮বিষয় ভালো।
-
অর্ক রায়হান ২২/০৮/২০১৮ভালো।