অসীম এই বিরহ
এ কেমন বিরহ! বেঁচে থাকা দুরূহ!
আঁখিজলে ভেসে গেলো, সব সুখ সমূহ!
প্রাণে কত বেদনা! সে কেন বোঝে না?
শুধু সুখ খুঁজে যায়, আমাকে তো খোঁজে না!
ছিন্ন এ বন্ধন, তাই সাথী ক্রন্দন!
সে হীন বুক জুড়ে, বেদনার গুঞ্জন!
জীবনের কিনারায়, নেই আজ সে হায়,
নির্মম পরিহাসে, বিরহই শোভা পায়!
পাইনা গো স্বস্তি, শুধু অস্বস্তি,
আমি জুড়ে বিরহ, করে নিলো দোস্তি!
তাকে করি সন্ধান, এ আমার কল্যাণ,
বন্দী যার হাতে, করি তার গুণগান।
এটা কোন অধ্যায়, প্রাণ জুড়ে সংশয়!
শুধু বিরহের সাথে, হয়ে যায় পরিণয়?
আজ এই অন্তর, বিরহের প্রান্তর,
সুখ গুলো ছেড়ে যায়, আমার এ সংসার!
অসীম এই যন্ত্রনা, কে দেবে শান্তনা?
আজীবন ধরে কি, সয়ে যাবো লাঞ্ছনা?
ভেতরের কলহ, কাড়ে সুখ সমূহ,
আমরণ রবে কি, অসীম এই বিরহ?
আঁখিজলে ভেসে গেলো, সব সুখ সমূহ!
প্রাণে কত বেদনা! সে কেন বোঝে না?
শুধু সুখ খুঁজে যায়, আমাকে তো খোঁজে না!
ছিন্ন এ বন্ধন, তাই সাথী ক্রন্দন!
সে হীন বুক জুড়ে, বেদনার গুঞ্জন!
জীবনের কিনারায়, নেই আজ সে হায়,
নির্মম পরিহাসে, বিরহই শোভা পায়!
পাইনা গো স্বস্তি, শুধু অস্বস্তি,
আমি জুড়ে বিরহ, করে নিলো দোস্তি!
তাকে করি সন্ধান, এ আমার কল্যাণ,
বন্দী যার হাতে, করি তার গুণগান।
এটা কোন অধ্যায়, প্রাণ জুড়ে সংশয়!
শুধু বিরহের সাথে, হয়ে যায় পরিণয়?
আজ এই অন্তর, বিরহের প্রান্তর,
সুখ গুলো ছেড়ে যায়, আমার এ সংসার!
অসীম এই যন্ত্রনা, কে দেবে শান্তনা?
আজীবন ধরে কি, সয়ে যাবো লাঞ্ছনা?
ভেতরের কলহ, কাড়ে সুখ সমূহ,
আমরণ রবে কি, অসীম এই বিরহ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান/জীবন ০২/১২/২০১৮অসাধারণ গাঁথুনি
-
মুন্সি আব্দুল কাদির ০১/১২/২০১৮বিরহের জ্বালা ভালভাবেই প্যকাশ করেছেন প্রিয় কবি l দোয়া করি l
-
গাজী তারেক আজিজ ৩০/১১/২০১৮দারুণ লিখেছে প্রিয়
-
সাইয়িদ রফিকুল হক ৩০/১১/২০১৮বিরহ-বন্দনা!