ওরা আসছে
ওরা আসছে তোমায় ধরতে,
তোমার বিচক্ষণতা বিবেক বুদ্ধি কারাগারে ভরতে।
ওরা আসছে তোমার স্বাধীনতা করে নিবে হরণ,
আসছে তোমার সুখের মাঝে ঢালতে বিষের দহন।
ওরা গায়ের জোরে করবে দখল তোমার বুদ্ধি বিবেক,
শক্তি যেমন আছে ওদের কৌশল আছে অনেক।
বাধ্য তোমায় করবে ওরা ছাড়তে ন্যায়ের পথ,
কোন মূল্য পাবে না গো তোমার মতামত।
কাউকে সুযোগ দেয় না করতে লজ্জা সংবরণ!
অবাধ্য যে হবে ওদের হারাবে সে প্রাণ।
ভাল মন্দ ভাবার মত দেয় না ওরা সময়,
আত্ম তৃপ্তি মেলে ত্যাগে মানুষ মহৎ ক্ষমায়।
ওরা কিন্তু কোনভাবেই মানবে না এই নীতি,
তোমার রক্তে গোসল করে সৃষ্টি করবে ভীতি।
কোন ভাবেই দিবে না গো কাউকে পরিত্রাণ,
মানুষ নামের জন্তু ওরা নাই আত্মা নাই প্রাণ।
তোমার শিক্ষা তোমার মেধা করবে ব্যবহার,
মানবতা বিলীন করা ওদের অঙ্গীকার।
অত্যাচারে পিষবে ভেবে অট্টহাসি হাসছে,
বিদ্রোহীরা জেগে ওঠো আসছে ওরা আসছে।
তোমার বিচক্ষণতা বিবেক বুদ্ধি কারাগারে ভরতে।
ওরা আসছে তোমার স্বাধীনতা করে নিবে হরণ,
আসছে তোমার সুখের মাঝে ঢালতে বিষের দহন।
ওরা গায়ের জোরে করবে দখল তোমার বুদ্ধি বিবেক,
শক্তি যেমন আছে ওদের কৌশল আছে অনেক।
বাধ্য তোমায় করবে ওরা ছাড়তে ন্যায়ের পথ,
কোন মূল্য পাবে না গো তোমার মতামত।
কাউকে সুযোগ দেয় না করতে লজ্জা সংবরণ!
অবাধ্য যে হবে ওদের হারাবে সে প্রাণ।
ভাল মন্দ ভাবার মত দেয় না ওরা সময়,
আত্ম তৃপ্তি মেলে ত্যাগে মানুষ মহৎ ক্ষমায়।
ওরা কিন্তু কোনভাবেই মানবে না এই নীতি,
তোমার রক্তে গোসল করে সৃষ্টি করবে ভীতি।
কোন ভাবেই দিবে না গো কাউকে পরিত্রাণ,
মানুষ নামের জন্তু ওরা নাই আত্মা নাই প্রাণ।
তোমার শিক্ষা তোমার মেধা করবে ব্যবহার,
মানবতা বিলীন করা ওদের অঙ্গীকার।
অত্যাচারে পিষবে ভেবে অট্টহাসি হাসছে,
বিদ্রোহীরা জেগে ওঠো আসছে ওরা আসছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ২৩/০৫/২০১৮Nice, thanks