ওরা
রক্ত চুষে পোক্ত ওরা
নিঠুর ওদের প্রাণ,
পেনের খোঁচায় চুরি করে
গাইছে নীতির গান।
জগৎ জুড়ে বসত করে
বিবেক বেচে খায়,
তোমার ঘাড়ে পা রেখে সে
আকাশ ছুতে চায়।
মিথ্যা দিয়ে সত্য ঢাকা
নিত্য ওদের কাজ,
বহুরূপী হৃদয় ওদের
সাজে নানান সাজ।
তোমার বুদ্ধি আত্মশুদ্ধি
ওদের হাতিয়ার,
ওরা নিজেই ওদের থেকে
থাকছে হুঁশিয়ার।
দেহের বলে কথার ছলে
ওদের স্বার্থ আগে,
শরীর তোমার পুষ্টি ওদের
সদা অগ্র ভাগে।
যন্ত্র কিংবা মন্ত্র বলে
শোষণ করছে ধরা,
সুযোগ পেলে তোমার রক্ত
চুষে নেবে ওরা।
নিঠুর ওদের প্রাণ,
পেনের খোঁচায় চুরি করে
গাইছে নীতির গান।
জগৎ জুড়ে বসত করে
বিবেক বেচে খায়,
তোমার ঘাড়ে পা রেখে সে
আকাশ ছুতে চায়।
মিথ্যা দিয়ে সত্য ঢাকা
নিত্য ওদের কাজ,
বহুরূপী হৃদয় ওদের
সাজে নানান সাজ।
তোমার বুদ্ধি আত্মশুদ্ধি
ওদের হাতিয়ার,
ওরা নিজেই ওদের থেকে
থাকছে হুঁশিয়ার।
দেহের বলে কথার ছলে
ওদের স্বার্থ আগে,
শরীর তোমার পুষ্টি ওদের
সদা অগ্র ভাগে।
যন্ত্র কিংবা মন্ত্র বলে
শোষণ করছে ধরা,
সুযোগ পেলে তোমার রক্ত
চুষে নেবে ওরা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুবীর পাণ্ডে ০৬/০৫/২০১৮
-
ন্যান্সি দেওয়ান ০৫/০৫/২০১৮Good.
সময় পেলে বাংলা কবিতা ডট কমে আমার 'ওরা' কবিতাটি পাঠের আমন্ত্রণ করছি।