অপূর্ণতা
লোকে যা চায় পায় না বন্ধু
চায়না যা তাই পায়,
আপন ছেড়ে চায়না যেতে
তবু যেতেই হয়।
হাসতে যতই চাওনা কেন
কাঁদতে তোমার হবেই,
যতই থাকুক টাকা কড়ি
অভাব লেগে রবেই।
থাকুক সারা জীবন জুড়ে
হাসির কোলাহল,
তৈরী থাকো কাল বা পরশু
ঝরবে চোখের জল।
আপন জনা বন্ধু স্বজন
ঘুরছে চারিদিকে,
সবাই একদিন চলে যাবে
তোমায় একলা রেখে।
জীবন যৌবন সবই সপে
করলে যাকে আপন,
সেও না তোমার আড়াল হয়ে
দেখো কিছু ক্ষণ।
ভয়ে ভয়ে বন্ধু তুমি
থাকো যতই দূরে,
মরণ তোমায় সময় হলেই
নিবে আপন করে।
আমার আমার করছ কেন
তোমার কিছুই নয়,
লোকে যা চায় পায় না বন্ধু
চায়না যা তাই পায়।
চায়না যা তাই পায়,
আপন ছেড়ে চায়না যেতে
তবু যেতেই হয়।
হাসতে যতই চাওনা কেন
কাঁদতে তোমার হবেই,
যতই থাকুক টাকা কড়ি
অভাব লেগে রবেই।
থাকুক সারা জীবন জুড়ে
হাসির কোলাহল,
তৈরী থাকো কাল বা পরশু
ঝরবে চোখের জল।
আপন জনা বন্ধু স্বজন
ঘুরছে চারিদিকে,
সবাই একদিন চলে যাবে
তোমায় একলা রেখে।
জীবন যৌবন সবই সপে
করলে যাকে আপন,
সেও না তোমার আড়াল হয়ে
দেখো কিছু ক্ষণ।
ভয়ে ভয়ে বন্ধু তুমি
থাকো যতই দূরে,
মরণ তোমায় সময় হলেই
নিবে আপন করে।
আমার আমার করছ কেন
তোমার কিছুই নয়,
লোকে যা চায় পায় না বন্ধু
চায়না যা তাই পায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসরীন আক্তার রুবি ০৪/১২/২০১৯বেশ লিখেছেন।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৪/১২/২০১৯ভালো লাগলো
-
আরজু নাসরিন পনি ০৩/১২/২০১৯চেষ্টা চলুক। শুভকামনা রইলো।
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০৩/১২/২০১৯ভাল হয়েছে