অপবাদ
আমি নিজের চোখে দেখেছি,
শ্রেষ্ঠ যোদ্ধার মাঝে ভয়ের সম্ভাবনা।
আর তা শোষণ করছে মহাবিশ্বকে,
সে যোদ্ধার একমাত্র হাতিয়ার ইচ্ছা।
কিন্তু ক্ষমতা অপর্যাপ্ত বলেই,
দুর্বলতা তাকে বন্দি করছে।
শুধু তাই নয়, জন্ম দিচ্ছে মহান বিতর্কের;
কারণ ক্ষমতার কোন উৎস নেই।
তাঁর উচিৎ দীর্ঘক্ষণ শপথ গ্রহন করা,
কারণ ভয় কোন শক্তি নয়-
অদৃশ্য দুর্বল ছায়ামাত্র।
দুর্নীতির সম্ভাবনা যেখানে,
সেখানেই তাঁর আবির্ভাব।
আলোকের শক্তি আয়ত্ত করা,
শুধুমাত্র ইচ্ছাশক্তি দ্বারাই সম্ভব।
মহাজগতের সকল অমঙ্গলের জন্য,
অয্থা অভিযুক্ত করা হয় তাকে।
নিরুপায় সে দায়বদ্ধতায় মোড়ানো,
তাই মানুষ দোষী সাব্যস্ত করে-
প্রতিনিয়ত একে অপরকে
শ্রেষ্ঠ যোদ্ধার মাঝে ভয়ের সম্ভাবনা।
আর তা শোষণ করছে মহাবিশ্বকে,
সে যোদ্ধার একমাত্র হাতিয়ার ইচ্ছা।
কিন্তু ক্ষমতা অপর্যাপ্ত বলেই,
দুর্বলতা তাকে বন্দি করছে।
শুধু তাই নয়, জন্ম দিচ্ছে মহান বিতর্কের;
কারণ ক্ষমতার কোন উৎস নেই।
তাঁর উচিৎ দীর্ঘক্ষণ শপথ গ্রহন করা,
কারণ ভয় কোন শক্তি নয়-
অদৃশ্য দুর্বল ছায়ামাত্র।
দুর্নীতির সম্ভাবনা যেখানে,
সেখানেই তাঁর আবির্ভাব।
আলোকের শক্তি আয়ত্ত করা,
শুধুমাত্র ইচ্ছাশক্তি দ্বারাই সম্ভব।
মহাজগতের সকল অমঙ্গলের জন্য,
অয্থা অভিযুক্ত করা হয় তাকে।
নিরুপায় সে দায়বদ্ধতায় মোড়ানো,
তাই মানুষ দোষী সাব্যস্ত করে-
প্রতিনিয়ত একে অপরকে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৩/২০১৮ভালো।
-
মোঃ ফাহাদ আলী ২৪/০৩/২০১৮জীবনবোধের দারুন উৎক্ষেপণ।