অপেক্ষা
আমি অসহ্য জ্বালা সয়ে
বসে আছি পথ চেয়ে,
বৃষ্টি ধারার অপেক্ষাতে
বজ্র আসে ধেয়ে।
প্রকৃতির সমন্বয়
অশান্ত মনে হয়,
বিজয়ী সেনার সাজে
মেনে নিই পরাজয়।
ব্যাথাতুর অতীত স্মৃতি
জাগ্রত করে ভীতি,
অবাক চোখে অপেক্ষাতে
পেতে চেয়ে নিষ্কৃতি।
জাগে প্রাণে সংশয়
সারাক্ষণ জ্বালা সয়,
সুখের স্বপ্নে বিভোর হয়ে
ভুলে যায় অভিনয়।
দোলা দেয় প্রাণে সুখ
স্বপ্নে মিষ্টি মুখ,
সামনে এসে দাঁড়াও যখন
গর্বে ভরে বুক।
ভুলিয়ে দেয় ক্লান্তি
পৃথিবীর সব শান্তি,
নিদ্রাশেষে স্বপ্ন ভাঙে
শুরু হয় ভিভ্রান্তি।
তুমি তো পরশ পাথর
তোমার সোহাগ আদর,
বেচে থাকার অনুপ্রেরণা
অপেক্ষা জীবনভর।
বসে আছি পথ চেয়ে,
বৃষ্টি ধারার অপেক্ষাতে
বজ্র আসে ধেয়ে।
প্রকৃতির সমন্বয়
অশান্ত মনে হয়,
বিজয়ী সেনার সাজে
মেনে নিই পরাজয়।
ব্যাথাতুর অতীত স্মৃতি
জাগ্রত করে ভীতি,
অবাক চোখে অপেক্ষাতে
পেতে চেয়ে নিষ্কৃতি।
জাগে প্রাণে সংশয়
সারাক্ষণ জ্বালা সয়,
সুখের স্বপ্নে বিভোর হয়ে
ভুলে যায় অভিনয়।
দোলা দেয় প্রাণে সুখ
স্বপ্নে মিষ্টি মুখ,
সামনে এসে দাঁড়াও যখন
গর্বে ভরে বুক।
ভুলিয়ে দেয় ক্লান্তি
পৃথিবীর সব শান্তি,
নিদ্রাশেষে স্বপ্ন ভাঙে
শুরু হয় ভিভ্রান্তি।
তুমি তো পরশ পাথর
তোমার সোহাগ আদর,
বেচে থাকার অনুপ্রেরণা
অপেক্ষা জীবনভর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১০/০৯/২০১৮
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ০৯/০৯/২০১৮তুমি তো পরশ পাথর
তোমার সোহাগ আদর,
বেচে থাকার অনুপ্রেরণা
অপেক্ষা জীবনভর। -
ডঃ নাসিদুল ইসলাম ০৯/০৯/২০১৮দারুন
তাইতো থাকতে অপেক্ষায়।
কয়েকটি শব্দের বানান ঠিক করে
নিলে কবিতার মান আরো সুন্দর হবে, কবি।