অন্তর্দাহ
প্রচণ্ড বেগে বয়ে যায় কাল বোশেখি,
রক্তাক্ত এ অন্তরের অসীম আকাশে।
সম্ভবত তোমার স্মৃতির প্রখরতায় উদ্ভব,
প্রলয়ঙ্করী ভয়ংকর সে ঝড়ের।
অদৃশ্য কোন অদ্ভুদ ছায়া মূর্তি দৃশ্যমান হয়,
আতকে ওঠে যেন ক্ষনে ক্ষনে বিজলির ঝলকে।
দুকূল ছাপিয়ে বানে ভেসে মহামারী
আবার কখনও শূন্যতা বুকে নিয়ে
কাঠ ফাটা রোদে বুক ফাটা চিৎকার।
আত্মার গভীরে নিপীড়িত সত্তার
না পাওয়ার আহাজারি
ঘৃণা আর ব্যভিচারে ভয়ানক রূপ নেয়।
নিশ্চুপ নিস্তব্ধ অন্ধকারাচ্ছন্ন এই একাকীত্ব
অসহনীয় বন্ধুর রাস্তায়
নিভৃতে থেমে থেমে চলেছে।
সত্ত্বায় মিশ্রিত স্বপ্নিল মায়াজাল পরিণত বেদনায়
ব্যর্থ অহংকারী দাম্ভিক গুপ্ত পদচারনায়
বিস্ফোরিত অন্তরে বিষণ্ণতার ছায়ামাখা।
সঙ্কীর্ণতার বেড়াজালে আবদ্ধ আকুতি
অসহ্য কষ্টে হয় চাঞ্চল্যকর অগ্নিমূর্তি।
জন্মান্তরের বন্ধন প্রাচুর্যে বিলিন হয়ে
জড়িয়ে থাকে মোহনিদ্রার ছলনায়।
রক্তাক্ত এ অন্তরের অসীম আকাশে।
সম্ভবত তোমার স্মৃতির প্রখরতায় উদ্ভব,
প্রলয়ঙ্করী ভয়ংকর সে ঝড়ের।
অদৃশ্য কোন অদ্ভুদ ছায়া মূর্তি দৃশ্যমান হয়,
আতকে ওঠে যেন ক্ষনে ক্ষনে বিজলির ঝলকে।
দুকূল ছাপিয়ে বানে ভেসে মহামারী
আবার কখনও শূন্যতা বুকে নিয়ে
কাঠ ফাটা রোদে বুক ফাটা চিৎকার।
আত্মার গভীরে নিপীড়িত সত্তার
না পাওয়ার আহাজারি
ঘৃণা আর ব্যভিচারে ভয়ানক রূপ নেয়।
নিশ্চুপ নিস্তব্ধ অন্ধকারাচ্ছন্ন এই একাকীত্ব
অসহনীয় বন্ধুর রাস্তায়
নিভৃতে থেমে থেমে চলেছে।
সত্ত্বায় মিশ্রিত স্বপ্নিল মায়াজাল পরিণত বেদনায়
ব্যর্থ অহংকারী দাম্ভিক গুপ্ত পদচারনায়
বিস্ফোরিত অন্তরে বিষণ্ণতার ছায়ামাখা।
সঙ্কীর্ণতার বেড়াজালে আবদ্ধ আকুতি
অসহ্য কষ্টে হয় চাঞ্চল্যকর অগ্নিমূর্তি।
জন্মান্তরের বন্ধন প্রাচুর্যে বিলিন হয়ে
জড়িয়ে থাকে মোহনিদ্রার ছলনায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ০৯/০৫/২০১৮চমৎকার লেখা।
-
গাজী তারেক আজিজ ০৯/০৫/২০১৮durdanto lekha
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৯/০৫/২০১৮ভালো....