অন্য কারো
আমাকে দোষারোপ করলেও করতে পারো,
তবে আমি প্রকৃত দোষী কখনই ছিলাম না।
আর একটি বাঁধনে জড়ানো
খুব বেশী অবাক হওয়ার কথা নয় আজকাল।
সম্পর্কের কম বেশী জটিলতা প্রাকৃতিক।
কিন্তু তোমার কৃত্রিম উদাসীনতা-
অযৌক্তিক অজুহাত আর অবান্তর আবদার-
হয়তো আমাকে তুলে দিয়েছে কারো হতে।
ভালোবাসা সর্বদাই প্রস্তুত থাকে,
অজস্র কষ্ট সহ্য করার মানসিকতা থাকে তাঁর।
এমনকি করে না দ্বিধা বোধ,
বিসর্জন দিতে আপন জীবন।
কিন্তু সে অবহেলা সহ্য করতে,
মোটেও সম্মত নয়- কোনকালে, কোনদিন।
সেই অবহেলাই উপহার দিয়েছ তুমি আমায়,
প্রতিদিন, প্রতিক্ষণে অজস্রবার।
পারবে কি বলতে, কি অপরাধ ছিল আমার?
পারবে না জানি এবং ভালো করেই জানি,
তুমি শেখোনি প্রেমকে সম্মান দিতে।
সাধনা ব্যতীত সবই অসম্ভব এই পৃথিবীতে,
আর ভালোবাসা মেলে আজীবন সাধনায়।
অজস্রবার প্রেমকে অবহেলা করেছ বলেই,
বাধ্য হয়েছি আমি অন্য কারো হতে-
গুছিয়ে নিয়েছি নিজেকে নিজের মত করে!
তবে আমি প্রকৃত দোষী কখনই ছিলাম না।
আর একটি বাঁধনে জড়ানো
খুব বেশী অবাক হওয়ার কথা নয় আজকাল।
সম্পর্কের কম বেশী জটিলতা প্রাকৃতিক।
কিন্তু তোমার কৃত্রিম উদাসীনতা-
অযৌক্তিক অজুহাত আর অবান্তর আবদার-
হয়তো আমাকে তুলে দিয়েছে কারো হতে।
ভালোবাসা সর্বদাই প্রস্তুত থাকে,
অজস্র কষ্ট সহ্য করার মানসিকতা থাকে তাঁর।
এমনকি করে না দ্বিধা বোধ,
বিসর্জন দিতে আপন জীবন।
কিন্তু সে অবহেলা সহ্য করতে,
মোটেও সম্মত নয়- কোনকালে, কোনদিন।
সেই অবহেলাই উপহার দিয়েছ তুমি আমায়,
প্রতিদিন, প্রতিক্ষণে অজস্রবার।
পারবে কি বলতে, কি অপরাধ ছিল আমার?
পারবে না জানি এবং ভালো করেই জানি,
তুমি শেখোনি প্রেমকে সম্মান দিতে।
সাধনা ব্যতীত সবই অসম্ভব এই পৃথিবীতে,
আর ভালোবাসা মেলে আজীবন সাধনায়।
অজস্রবার প্রেমকে অবহেলা করেছ বলেই,
বাধ্য হয়েছি আমি অন্য কারো হতে-
গুছিয়ে নিয়েছি নিজেকে নিজের মত করে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০৪/২০১৮ভালো।
-
মোঃ ফাহাদ আলী ২৫/০৪/২০১৮আবেগিয় সম্বোধন সুন্দর লেখা।
-
পি পি আলী আকবর ২৫/০৪/২০১৮দারুণ