অঙ্গীকার
করলে এমন তিরস্কার
ভেঙে দিলে অঙ্গিকার,
বিলিন তোমার রাজত্ব
বাড়ল ভীষণ দূরত্ব।
নিমজ্জিত যন্ত্রণায়
আবেগের কুমন্ত্রনায়,
করছ না আজ কাল ক্ষেপণ
জানাচ্ছে কেউ নিমন্ত্রন।
ব্যর্থ মনের আস্ফালন
জানিয়েছ সম্বোধন,
উদাত্ত সে আহ্বানে
নতুন প্রেমের সন্ধানে।
আবরণের আচ্ছাদন
খুলবে যখন প্রয়োজন,
বাড়বে প্রাণের মহত্ত্ব
প্রকাশ পাবে বীরত্ব।
থাকুক যতই সন্দেহ
অভ্যন্তরে নেই কেহ,
হল প্রাণের সমাহার
ভাঙলে তবু অঙ্গীকার।
ভেঙে দিলে অঙ্গিকার,
বিলিন তোমার রাজত্ব
বাড়ল ভীষণ দূরত্ব।
নিমজ্জিত যন্ত্রণায়
আবেগের কুমন্ত্রনায়,
করছ না আজ কাল ক্ষেপণ
জানাচ্ছে কেউ নিমন্ত্রন।
ব্যর্থ মনের আস্ফালন
জানিয়েছ সম্বোধন,
উদাত্ত সে আহ্বানে
নতুন প্রেমের সন্ধানে।
আবরণের আচ্ছাদন
খুলবে যখন প্রয়োজন,
বাড়বে প্রাণের মহত্ত্ব
প্রকাশ পাবে বীরত্ব।
থাকুক যতই সন্দেহ
অভ্যন্তরে নেই কেহ,
হল প্রাণের সমাহার
ভাঙলে তবু অঙ্গীকার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বর্ণালী তালুকদার ১২/০৭/২০১৮খুব ভালো লিখেছেন।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১১/০৭/২০১৮ভালো প্রকাশ৷ সুন্দর লেখনি