অন্ধকার
সত্য দিয়ে যদি চরিত্রকে মুড়ে রাখা যেত
মিথ্যার অপবিত্র কালো ছাপ লাগতো না গায়ে।
বিবেকের মাথা তবে সদা উঁচু থাকত
মুখ লুকাতো না সে লজ্জার আঁচলে।
বিদ্বেষী গুনপোকা লেগে মেরুদণ্ডে
করত না দুর্বল পবিত্র আত্মাকে।
দুর্নীতির মহামারী দূরে যেত পালিয়ে
নিলামে উঠতনা প্রাতিষ্ঠানিক শিক্ষা।
সত্যের যাযাবর রুপ বড়ই ভয়ংকর
অসভ্যতার আবরনে আচ্ছাদিত চরিত্র।
যুক্তিতর্ক কখনই সত্যের গুনগত মান নির্ণয়ের
মাপকাঠি হবার দুঃসাহস দেখায় না।
প্রতিশ্রুতির দাবানলে জ্বলন্ত ভাবনারা
মুমূর্ষ হয়ে ওঠে মিথ্যার উপহাসে।
বিকৃত বাসনায় মানবতা পঙ্গু
সত্য ঢেকে গেছে লজ্জার আড়ালে।
মিথ্যার অপবিত্র কালো ছাপ লাগতো না গায়ে।
বিবেকের মাথা তবে সদা উঁচু থাকত
মুখ লুকাতো না সে লজ্জার আঁচলে।
বিদ্বেষী গুনপোকা লেগে মেরুদণ্ডে
করত না দুর্বল পবিত্র আত্মাকে।
দুর্নীতির মহামারী দূরে যেত পালিয়ে
নিলামে উঠতনা প্রাতিষ্ঠানিক শিক্ষা।
সত্যের যাযাবর রুপ বড়ই ভয়ংকর
অসভ্যতার আবরনে আচ্ছাদিত চরিত্র।
যুক্তিতর্ক কখনই সত্যের গুনগত মান নির্ণয়ের
মাপকাঠি হবার দুঃসাহস দেখায় না।
প্রতিশ্রুতির দাবানলে জ্বলন্ত ভাবনারা
মুমূর্ষ হয়ে ওঠে মিথ্যার উপহাসে।
বিকৃত বাসনায় মানবতা পঙ্গু
সত্য ঢেকে গেছে লজ্জার আড়ালে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ২৯/০৩/২০১৮সত্য জেগে উঠুক।
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৩/২০১৮ভালো লাগলো।