অনাগত আগামী
পেশা নাকি নেশা?
পেশায় নেশায় একাকার
চমৎকার গা ঘেঁষা।
উদার প্রতিটা প্রাণ,
ফুল ফুটবার আগেই সবাই
মধু করি সন্ধান।
সবাই মিষ্ট ভাষী,
মিষ্টি কথার মন্ত্র দিয়ে
ফোঁটাই মুখে হাসি।
সবাই পরিশ্রমী,
মোহের টানে সব করে যাই
বয়সটা উদ্যমী।
আমরা ঝরাই ঘাম,
নতুন ভুবন গড়তে মোদের
দিন রাত সংগ্রাম।
সরল সোজা প্রাণ,
সেই সুযোগে লাভ অনেকের
নিজেদের লোকসান।
পবিত্রতায় ভরা,
তাইতো পথের পানে চেয়ে
অনাগত ধরা।
আসছে স্বর্গ সুখ,
ফুলে ফলে ভরিয়ে দিতে
উর্বরতার বুক।
পেশায় নেশায় একাকার
চমৎকার গা ঘেঁষা।
উদার প্রতিটা প্রাণ,
ফুল ফুটবার আগেই সবাই
মধু করি সন্ধান।
সবাই মিষ্ট ভাষী,
মিষ্টি কথার মন্ত্র দিয়ে
ফোঁটাই মুখে হাসি।
সবাই পরিশ্রমী,
মোহের টানে সব করে যাই
বয়সটা উদ্যমী।
আমরা ঝরাই ঘাম,
নতুন ভুবন গড়তে মোদের
দিন রাত সংগ্রাম।
সরল সোজা প্রাণ,
সেই সুযোগে লাভ অনেকের
নিজেদের লোকসান।
পবিত্রতায় ভরা,
তাইতো পথের পানে চেয়ে
অনাগত ধরা।
আসছে স্বর্গ সুখ,
ফুলে ফলে ভরিয়ে দিতে
উর্বরতার বুক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোহরাব রিপন ১৫/১০/২০১৮sundor
-
আখলাক হুসাইন ১৫/১০/২০১৮সুন্দর