অমর সত্য
সত্য বলার সৎ সাহস
যেদিন তোমার হবে,
মিথ্যা কত জঘন্য তা
সেদিন বুঝতে পাবে।
ভেজা বেড়াল সেজে বসে
থাকো ঘরের কোনে,
তোমার দেয়া সুযোগ পেয়েই
মিথ্যে স্বপ্ন বোনে।
বিবেক কবে সায় দিয়েছে
কাটতে ঘোড়ার ঘাস?
ফাটকিদারি চরিত্রতে
ভরা চারি পাশ।
সাহস করে সত্য বলে
দেখনা কি হয়,
জন্মেছে যে এই ভুবনে
মৃত্যু ও তার হয়।
মরতে যখন হবে তখন
মিথ্যে ভীতি কিসে?
অমর তুমি হতে পারো
সত্যবাদীর বেশে।
মৃত্যু কখন হানা দিবে
ছাড়তে হবে শহর,
সত্য তোমায় সবার মনে
করে রাখবে অমর।
যেদিন তোমার হবে,
মিথ্যা কত জঘন্য তা
সেদিন বুঝতে পাবে।
ভেজা বেড়াল সেজে বসে
থাকো ঘরের কোনে,
তোমার দেয়া সুযোগ পেয়েই
মিথ্যে স্বপ্ন বোনে।
বিবেক কবে সায় দিয়েছে
কাটতে ঘোড়ার ঘাস?
ফাটকিদারি চরিত্রতে
ভরা চারি পাশ।
সাহস করে সত্য বলে
দেখনা কি হয়,
জন্মেছে যে এই ভুবনে
মৃত্যু ও তার হয়।
মরতে যখন হবে তখন
মিথ্যে ভীতি কিসে?
অমর তুমি হতে পারো
সত্যবাদীর বেশে।
মৃত্যু কখন হানা দিবে
ছাড়তে হবে শহর,
সত্য তোমায় সবার মনে
করে রাখবে অমর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৫/০৫/২০১৮অকল্পনীয়......
-
মুকিম মাহমুদ মুকিত ০৪/০৫/২০১৮চমৎকার লেখা
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৫/২০১৮ভালো।