অলস ধন
অভাব লোকের স্বভাব টাকে
নষ্ট করছে বলে,
মানবতা ভিন্ন গ্রহে
যায়নি কিন্তু চলে।
সত্যটাকে পথ্য করে
এখনও লোক বাচে,
টাকার চেয়ে ইজ্জত বড়
সে সব লোকের কাছে।
অগাধ শ্রমে নিজের ঘামে
যত টুকু জোটে,
তাতেই সুখের বানে ভাসে
হাসিতে ফুল ফোটে।
ত্যাগের ভক্তি জ্ঞানের শক্তি
তাকে জোটায় বল,
অট্টালিকায় থেকেও আবার
কারো হাঁটু জল।
অলস ধনে ধনীর মনে
যন্ত্রণা জাল বোনে,
সবাই জানে শান্তি বলে
নেই কিছু তার মনে।
অভাব রাখুক স্বভাবটাকে
শত কষ্টেও ভালো,
তোমার ধনে ধনী লোকে
তবেই জ্বলবে আলো।
ধনী তুমি মানী তুমি
মরছে শান্তির মা,
দরিদ্রকে বিলিয়ে দাও
শান্তি মরবে না।
নষ্ট করছে বলে,
মানবতা ভিন্ন গ্রহে
যায়নি কিন্তু চলে।
সত্যটাকে পথ্য করে
এখনও লোক বাচে,
টাকার চেয়ে ইজ্জত বড়
সে সব লোকের কাছে।
অগাধ শ্রমে নিজের ঘামে
যত টুকু জোটে,
তাতেই সুখের বানে ভাসে
হাসিতে ফুল ফোটে।
ত্যাগের ভক্তি জ্ঞানের শক্তি
তাকে জোটায় বল,
অট্টালিকায় থেকেও আবার
কারো হাঁটু জল।
অলস ধনে ধনীর মনে
যন্ত্রণা জাল বোনে,
সবাই জানে শান্তি বলে
নেই কিছু তার মনে।
অভাব রাখুক স্বভাবটাকে
শত কষ্টেও ভালো,
তোমার ধনে ধনী লোকে
তবেই জ্বলবে আলো।
ধনী তুমি মানী তুমি
মরছে শান্তির মা,
দরিদ্রকে বিলিয়ে দাও
শান্তি মরবে না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৭/০৫/২০১৮ধন্যবাদ:::::
-
ন্যান্সি দেওয়ান ০৭/০৫/২০১৮Very nice.
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৭/০৫/২০১৮অনেক ভালোলাগা।