অক্কা
ধারেনা কেউ ধার
এ বুকে হাহাকার,
বিদ্বেষে ভরা বুক
ঘৃণা ভরে উৎসুক।
বিলীন আজ চেতনা
সীমাহীন যাতনা,
জেগে ওঠা প্রভাতে
নগ্নতা ঠেকাতে।
যন্ত্রণার আবেশে
মুক্তির প্রয়াসে,
ভাবনাই মাধ্যম
গোলামী উত্তম।
আবেগের প্রহসন
উল্লাসী জ্বালাতন,
ভর করে অন্যায়
নিভৃতে আত্মায়।
গলায় না কেউ নাক
ইজ্জত ধুয়ে যাক,
পেতে চেয়ে রক্ষা
পেয়ে যায় অক্কা।
এ বুকে হাহাকার,
বিদ্বেষে ভরা বুক
ঘৃণা ভরে উৎসুক।
বিলীন আজ চেতনা
সীমাহীন যাতনা,
জেগে ওঠা প্রভাতে
নগ্নতা ঠেকাতে।
যন্ত্রণার আবেশে
মুক্তির প্রয়াসে,
ভাবনাই মাধ্যম
গোলামী উত্তম।
আবেগের প্রহসন
উল্লাসী জ্বালাতন,
ভর করে অন্যায়
নিভৃতে আত্মায়।
গলায় না কেউ নাক
ইজ্জত ধুয়ে যাক,
পেতে চেয়ে রক্ষা
পেয়ে যায় অক্কা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ১০/০৭/২০১৮অনেক অনেক ধন্যবাদ
-
ইবনে মিজান ০৯/০৭/২০১৮বাহ, দারুণ প্রতিবাদ