অনন্যা
মনে ছিল কষ্ট জমা
ভালোবাসা দেহে,
বুঝেও আমি বুঝিনি গো
আবেগী সেই মোহে।
বাহির জুড়ে দারুণ প্রীতি
ভেতর ভরা ক্ষত,
উজাড় করে দিয়েছিলে
ধৈর্য ছিল যত।
নিঃস্ব হয়ে সপেছিলে
পৃথিবীর সব সুখ,
ঘুনাক্ষরেও বুঝতে দাওনি
কষ্টে ভরা বুক।
আজকে যখন নিঃসঙ্গতায়
সময় করছি পার,
তোমার মহত্ত্বতার কাছে
মানতে হচ্ছে হার।
তোমার মত মহৎ উদার
নয় জগতে কেহ,
ভেতর জুড়ে কষ্ট ছিল
প্রেমে ভরা দেহ।
ভালোবাসা দেহে,
বুঝেও আমি বুঝিনি গো
আবেগী সেই মোহে।
বাহির জুড়ে দারুণ প্রীতি
ভেতর ভরা ক্ষত,
উজাড় করে দিয়েছিলে
ধৈর্য ছিল যত।
নিঃস্ব হয়ে সপেছিলে
পৃথিবীর সব সুখ,
ঘুনাক্ষরেও বুঝতে দাওনি
কষ্টে ভরা বুক।
আজকে যখন নিঃসঙ্গতায়
সময় করছি পার,
তোমার মহত্ত্বতার কাছে
মানতে হচ্ছে হার।
তোমার মত মহৎ উদার
নয় জগতে কেহ,
ভেতর জুড়ে কষ্ট ছিল
প্রেমে ভরা দেহ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৬/১১/২০১৮সুন্দর কবিতা
-
সাইয়িদ রফিকুল হক ০৫/১১/২০১৮বেশ লাগলো।