অফুরান সুখ
এই ভাবে আর কত? মনে দুঃখ ব্যথা যত,
যদি বস্তা বন্দী করে, কোথাও ফেলে দেয়া যেতো!
হয়তো তবে ব্যথী প্রাণের, দুঃখটা শেষ হতো।
কোন কিছু দিয়ে, এ মন টাকে বেঁধে,
যদি রাখা যেত তবে, পড়ত না আর ফাঁদে!
হয়তো তবে যেত না কেউ, সারাজীবন কেঁদে!
আবেগ ভরা এ মন, শুধু করতে নিয়ন্ত্রন,
উপায় খুঁজে ফেরে, মানুষ সারাটা জীবন!
দিনটা শেষে সঙ্গী থাকে, ব্যথী প্রাণের দহন!
তেমনি হাঁসি খুশী, কেন খুব সামান্য হয়?
দুঃখ কষ্ট গুলো, কেন অনন্তকাল রয়?
সুখকে ধরে রাখার, কেন নেই কোন উপায়?
কষ্টে আছে যারা, যাদের দুঃখ বাঁধন হারা,
কবে হবে তাঁদের, সে সুখের ঘরে ফেরা?
যে ঘরে সে সুখে, হবে সুখী পাগল পারা?
সামান্য জীবনে, শুধু কষ্ট সইতে হয়!
কে যায় কখন চলে, কারো জানার কথা নয়!
রহস্যময় প্রাণ, সুখের পানে চেয়ে রয়!
কান্না নিয়ে আসা, কাঁদতে কাঁদতে যাওয়া!
কেন এমন অপূর্ণ রয়, ক্ষুদ্রতম চাওয়া?
অনন্তকাল অফুরান সুখ, কবে হবে পাওয়া?
যদি বস্তা বন্দী করে, কোথাও ফেলে দেয়া যেতো!
হয়তো তবে ব্যথী প্রাণের, দুঃখটা শেষ হতো।
কোন কিছু দিয়ে, এ মন টাকে বেঁধে,
যদি রাখা যেত তবে, পড়ত না আর ফাঁদে!
হয়তো তবে যেত না কেউ, সারাজীবন কেঁদে!
আবেগ ভরা এ মন, শুধু করতে নিয়ন্ত্রন,
উপায় খুঁজে ফেরে, মানুষ সারাটা জীবন!
দিনটা শেষে সঙ্গী থাকে, ব্যথী প্রাণের দহন!
তেমনি হাঁসি খুশী, কেন খুব সামান্য হয়?
দুঃখ কষ্ট গুলো, কেন অনন্তকাল রয়?
সুখকে ধরে রাখার, কেন নেই কোন উপায়?
কষ্টে আছে যারা, যাদের দুঃখ বাঁধন হারা,
কবে হবে তাঁদের, সে সুখের ঘরে ফেরা?
যে ঘরে সে সুখে, হবে সুখী পাগল পারা?
সামান্য জীবনে, শুধু কষ্ট সইতে হয়!
কে যায় কখন চলে, কারো জানার কথা নয়!
রহস্যময় প্রাণ, সুখের পানে চেয়ে রয়!
কান্না নিয়ে আসা, কাঁদতে কাঁদতে যাওয়া!
কেন এমন অপূর্ণ রয়, ক্ষুদ্রতম চাওয়া?
অনন্তকাল অফুরান সুখ, কবে হবে পাওয়া?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুন্সি আব্দুল কাদির ১৬/১২/২০১৮সুন্দর প্রিয়
-
সোহরাব রিপন ১৬/১২/২০১৮সুন্দর
-
ব্লগার মাহমুদুর রহমান ১৫/১২/২০১৮সব মানুষই সুখের পেছনে ছোটে। কিন্তু সুখ সবার ভাগ্যে জোটে না। তবুও সুখী হওয়ার জন্য চলে নিরন্তর চেষ্টা।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/১২/২০১৮nice
-
সাইয়িদ রফিকুল হক ১৪/১২/২০১৮ভালো।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/১২/২০১৮valo