অদ্ভুত বন্ধন
এ এমন বন্ধন রয়ে যাবে আজীবন,
কিছু অভিমান রবে রবে কিছু ক্রন্দন।
মায়ের আঁচল ছেড়ে জগতে উঠল বেড়ে,
চলেছে সাহস নিয়ে দুঃখের সীমা ছেড়ে।
দুজনার অন্তর খুঁজে নেয় এক ঘর,
জমে থাকা প্রশ্ন পেয়ে যায় উত্তর।
বিছানার ক্লান্তি ভোলে ভুল ভ্রান্তি,
ঘামে ভেজা দেহ দুটি পায় মহা শান্তি।
পৃথক ঐ আত্মা হয়ে এক সত্ত্বা,
আনন্দে ভেসে আনে নতুনের বার্তা।
উভয়ের ভক্তি ব্যথা দেয় মুক্তি,
আজীবন সঙ্গ হয়ে রয় চুক্তি।
বিধাতার সৃষ্টি হলে শুভ দৃষ্টি ,
জীবন জুড়ে নামে শান্তির বৃষ্টি।
স্রষ্টাই কারিগর বেঁধে দুটি অন্তর,
শান্তি ফলিয়ে করে জীবনটা উর্বর।
আত্মার যুক্তি খুঁজে পায় মুক্তি,
দেহ মন এক হলে বাড়ে শুধু ভক্তি।
দুটি দেহ এক প্রাণ দু মায়ের সন্তান,
একসাথে কাঁদে হাসে অদ্ভুদ বন্ধন।
কিছু অভিমান রবে রবে কিছু ক্রন্দন।
মায়ের আঁচল ছেড়ে জগতে উঠল বেড়ে,
চলেছে সাহস নিয়ে দুঃখের সীমা ছেড়ে।
দুজনার অন্তর খুঁজে নেয় এক ঘর,
জমে থাকা প্রশ্ন পেয়ে যায় উত্তর।
বিছানার ক্লান্তি ভোলে ভুল ভ্রান্তি,
ঘামে ভেজা দেহ দুটি পায় মহা শান্তি।
পৃথক ঐ আত্মা হয়ে এক সত্ত্বা,
আনন্দে ভেসে আনে নতুনের বার্তা।
উভয়ের ভক্তি ব্যথা দেয় মুক্তি,
আজীবন সঙ্গ হয়ে রয় চুক্তি।
বিধাতার সৃষ্টি হলে শুভ দৃষ্টি ,
জীবন জুড়ে নামে শান্তির বৃষ্টি।
স্রষ্টাই কারিগর বেঁধে দুটি অন্তর,
শান্তি ফলিয়ে করে জীবনটা উর্বর।
আত্মার যুক্তি খুঁজে পায় মুক্তি,
দেহ মন এক হলে বাড়ে শুধু ভক্তি।
দুটি দেহ এক প্রাণ দু মায়ের সন্তান,
একসাথে কাঁদে হাসে অদ্ভুদ বন্ধন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রবিউল হাসান ০৫/০৬/২০১৮দারুন ছন্দবদ্ধ কবিতা।ভালো লাগলো।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৫/০৬/২০১৮কিছু বন্ধন সত্যিই চিরদিনের...
নিবেদনমূলক কবিতা
ধন্যবাদ. -
পবিত্র চক্রবর্তী ০৫/০৬/২০১৮শব্দটা - অদ্ভুত । ভুল , সত্ত্বা হবে ॥