অদৃশ্য তুমি
রোদের ঢেউয়ে গেলে ভেসে
রাত রাঙ্গালো জ্যোৎস্না এসে
পূর্ণিমা চাঁদ উঠলো হেসে
তুমি হাসোনি।
আকাশ কালো মেঘে ঢেকে
রংধনুতে দিলো একে
বৃষ্টি ফোঁটা ঢেউ থামালো
তুমি দ্যাখোনি।
হীমেল হাওয়া যাচ্ছে বয়ে
আকাশ যেন পড়ছে নুয়ে
পথটা চেয়ে বসে আছি
বুঝেও বোঝোনি।
স্রোতের মত ছুটে চলা
নানা ছলে মিথ্যে বলা
তবু তুমি নীরব ছিলে
কিছুই বলোনি।
রাত পোহালে আসবে প্রভাত
নিজে নিজেই পাচ্ছ আঘাত
অনেক ভালোবাসো
তবু প্রকাশ করোনি।
হাত বাড়ালে গেছ সরে
ঝরা পাতার মত ঝরে
কালো মেঘে ঢাকবে আকাশ
ভাবতে পারিনি।
রাত রাঙ্গালো জ্যোৎস্না এসে
পূর্ণিমা চাঁদ উঠলো হেসে
তুমি হাসোনি।
আকাশ কালো মেঘে ঢেকে
রংধনুতে দিলো একে
বৃষ্টি ফোঁটা ঢেউ থামালো
তুমি দ্যাখোনি।
হীমেল হাওয়া যাচ্ছে বয়ে
আকাশ যেন পড়ছে নুয়ে
পথটা চেয়ে বসে আছি
বুঝেও বোঝোনি।
স্রোতের মত ছুটে চলা
নানা ছলে মিথ্যে বলা
তবু তুমি নীরব ছিলে
কিছুই বলোনি।
রাত পোহালে আসবে প্রভাত
নিজে নিজেই পাচ্ছ আঘাত
অনেক ভালোবাসো
তবু প্রকাশ করোনি।
হাত বাড়ালে গেছ সরে
ঝরা পাতার মত ঝরে
কালো মেঘে ঢাকবে আকাশ
ভাবতে পারিনি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল রেজা (নীরব কবি) ১৮/০৩/২০১৮Nice!