অধিকার
অধিকার হারা লোকের পক্ষে কথা বলবে কারা?
সত্য বলার সাহস কোথায় অধিকার হারা যারা?
স্বার্থ নিয়ে টানা টানি যত দিন ধরে চলবে,
মানবতা ভূলে মানুষ শুধু নিজের কথাই ভাববে!
যার সুবাদে এই পৃথিবী সার্থকতা পায়,
একটা সময় পৃথিবীই তাকে কঠিন শাস্তি দেয়।
মোহের টানে সকলে হয় আবেগে আপ্লুত,
আজব নিয়ম মানতে সবাই হয়েছে সংযত।
কঠিন সময় পার করে যে সার্থকতা পায়,
সেও একদিন অতীত ভুলে চড়ে গোনের নায়।
মরতে মরতে বেঁচেও লোকে ভোলে মরার ভয়,
সুনাম নিয়ে মরে কেহ অমর হয়ে রয়।
গৃহহারা পথের পাশে তোমার পানে চেয়ে,
কি ক্ষতি হয় ভাবো যদি একটু তাদের নিয়ে?
ওদের ও তো সব কিছুতে আছে অধিকার,
তাদের দেখার দায়িত্ব কার? তোমার আর আমার!
অবহেলার পরিণতি বড্ড ভয়ংকর,
নামে নয়গো কাজে করি সমাজ সংস্কার।
সম্মিলিত প্রচেষ্টাতে শান্তিময় সংসার,
দরিদ্রকে ফিরিয়ে দাও প্রাপ্য অধিকার।
সত্য বলার সাহস কোথায় অধিকার হারা যারা?
স্বার্থ নিয়ে টানা টানি যত দিন ধরে চলবে,
মানবতা ভূলে মানুষ শুধু নিজের কথাই ভাববে!
যার সুবাদে এই পৃথিবী সার্থকতা পায়,
একটা সময় পৃথিবীই তাকে কঠিন শাস্তি দেয়।
মোহের টানে সকলে হয় আবেগে আপ্লুত,
আজব নিয়ম মানতে সবাই হয়েছে সংযত।
কঠিন সময় পার করে যে সার্থকতা পায়,
সেও একদিন অতীত ভুলে চড়ে গোনের নায়।
মরতে মরতে বেঁচেও লোকে ভোলে মরার ভয়,
সুনাম নিয়ে মরে কেহ অমর হয়ে রয়।
গৃহহারা পথের পাশে তোমার পানে চেয়ে,
কি ক্ষতি হয় ভাবো যদি একটু তাদের নিয়ে?
ওদের ও তো সব কিছুতে আছে অধিকার,
তাদের দেখার দায়িত্ব কার? তোমার আর আমার!
অবহেলার পরিণতি বড্ড ভয়ংকর,
নামে নয়গো কাজে করি সমাজ সংস্কার।
সম্মিলিত প্রচেষ্টাতে শান্তিময় সংসার,
দরিদ্রকে ফিরিয়ে দাও প্রাপ্য অধিকার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আরিফুল মিয়া ২১/০৫/২০১৮আপনার লেখা খুব ভালো লাগলো