অবুঝ মনের প্রশ্ন
ভালবাসতে লাগে নাকি
পূর্ব অভিজ্ঞতা?
বিষয়ভিত্তিক ডিগ্রী কিংবা
পর্যাপ্ত যোগ্যতা?
নাকি লাগে মনি মুক্ত
অর্থ বিত্ত অশেষ?
ভালোবাসা জিনিসটা কি
কোন পন্য বিশেষ?
বীরত্ব বা কায়িক শক্তি
এসব লাগে নাকি?
নাকি বিচক্ষণ হতে হয়
দিতে কাউকে ফাঁকি?
মিথ্যা প্রতিশ্রুতির নেশা
নাকি সত্য স্বভাব?
মূল্যায়নের মানসিকতার
থাকতে হয় কি অভাব?
কেমন করে একে অন্যের
মনের কথা বোঝে?
অবুঝ এ মন সে প্রশ্নের
জবাব শুধু খোঁজে!
পূর্ব অভিজ্ঞতা?
বিষয়ভিত্তিক ডিগ্রী কিংবা
পর্যাপ্ত যোগ্যতা?
নাকি লাগে মনি মুক্ত
অর্থ বিত্ত অশেষ?
ভালোবাসা জিনিসটা কি
কোন পন্য বিশেষ?
বীরত্ব বা কায়িক শক্তি
এসব লাগে নাকি?
নাকি বিচক্ষণ হতে হয়
দিতে কাউকে ফাঁকি?
মিথ্যা প্রতিশ্রুতির নেশা
নাকি সত্য স্বভাব?
মূল্যায়নের মানসিকতার
থাকতে হয় কি অভাব?
কেমন করে একে অন্যের
মনের কথা বোঝে?
অবুঝ এ মন সে প্রশ্নের
জবাব শুধু খোঁজে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুমা চৌধুরী ২৪/১১/২০১৮
-
মনিরুজ্জামান/জীবন ২২/১১/২০১৮অসাধারণ ভাবপ্রবণ।
ভীষণ ভাল লাগল।