অবনত বীর
নিষ্পাপ ফোটা ফুল কি এমন ছিল ভুল?
নৃশংস ভাবে তারে করে দিলে নির্মূল!
জাতি করে হায়! হায়! কি ছিল গো অন্যায়?
সড়কে নামতে কেন প্রাণে জাগে ভয়?
কি তাদের অপরাধ? বাঁচবার ছিল সাধ!
বাড়ন্ত মধুক্ষণে দাঁড়ালে হয়ে বাঁধ!
স্বজনের রাতদিন কান্না সীমাহীন!
একই ভাবে ঘটছে ঘটনা প্রতিদিন!
নম্রের নীরবতা নয় অপারগতা,
ওরা হুংকার দিলে কাঁপে রাষ্ট্রের মাথা।
সততায় নির্ভর গড়ে তোল অন্তর,
দম্ভ সাময়িক যেতে হবে পরপার।
নয় ওরা নিঃস্ব জানে এই বিশ্ব,
মহাপুরুষের দেশে ঘুমন্ত শিষ্য।
রাস্তা পাবেনা ভেগে ওরা যদি ওঠে জেগে,
এই ভুল করনা ওদের পেছনে লেগে।
নৃশংস ভাবে তারে করে দিলে নির্মূল!
জাতি করে হায়! হায়! কি ছিল গো অন্যায়?
সড়কে নামতে কেন প্রাণে জাগে ভয়?
কি তাদের অপরাধ? বাঁচবার ছিল সাধ!
বাড়ন্ত মধুক্ষণে দাঁড়ালে হয়ে বাঁধ!
স্বজনের রাতদিন কান্না সীমাহীন!
একই ভাবে ঘটছে ঘটনা প্রতিদিন!
নম্রের নীরবতা নয় অপারগতা,
ওরা হুংকার দিলে কাঁপে রাষ্ট্রের মাথা।
সততায় নির্ভর গড়ে তোল অন্তর,
দম্ভ সাময়িক যেতে হবে পরপার।
নয় ওরা নিঃস্ব জানে এই বিশ্ব,
মহাপুরুষের দেশে ঘুমন্ত শিষ্য।
রাস্তা পাবেনা ভেগে ওরা যদি ওঠে জেগে,
এই ভুল করনা ওদের পেছনে লেগে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ০৫/০৮/২০১৮খুব ভালো কথা লিখেছেন।ধন্যবাদ।
-
পি পি আলী আকবর ০৫/০৮/২০১৮ভালো হয়েছে
-
মল্লিকা রায় ০৫/০৮/২০১৮খুব ভালো লাপছে ।