অবক্ষয়
আজ অথবা কাল
দূর হবে জঞ্জাল,
পরিস্থিতি সামলে রাখতে
নিজেরাই উত্তাল।
শেষ প্রান্তে দেখা
অসীম সীমারেখা,
হাজার নিরাপত্তার মাঝেও
মিলছে ভীতির দেখা।
ওদের পরিকল্পনা
শুধু বাড়ায় যন্ত্রণা,
যত্রতত্র সবখানে
ভীষণ কুমন্ত্রণা।
দম্পভরে ওরা
সব কাড়তে পাগল পারা,
ছিনিয়ে নিতে নির্মমতায়
যেন বাঁধন হারা।
এমন যদি হয়
দিন এমনি চলতে রয়,
কঠিন হবে রোধ করা
সকল অবক্ষয়।
দূর হবে জঞ্জাল,
পরিস্থিতি সামলে রাখতে
নিজেরাই উত্তাল।
শেষ প্রান্তে দেখা
অসীম সীমারেখা,
হাজার নিরাপত্তার মাঝেও
মিলছে ভীতির দেখা।
ওদের পরিকল্পনা
শুধু বাড়ায় যন্ত্রণা,
যত্রতত্র সবখানে
ভীষণ কুমন্ত্রণা।
দম্পভরে ওরা
সব কাড়তে পাগল পারা,
ছিনিয়ে নিতে নির্মমতায়
যেন বাঁধন হারা।
এমন যদি হয়
দিন এমনি চলতে রয়,
কঠিন হবে রোধ করা
সকল অবক্ষয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপক কুমার বেরা ০৬/০৭/২০১৮বাহ্! সুন্দর ছন্দ। সুন্দর কবিতা। শুভ কামনা। শুভরাত্রি।
-
পি পি আলী আকবর ০৬/০৭/২০১৮সুন্দর হয়েছে