নষ্টামি
লজ্জার মাথা খেয়ে
কোন পথে চলেছ,
ভোগের খেলাতে
কি কারণে মেতেছ।
স্বেচ্ছায় নষ্ট
করে নিজ সম্মান,
অন্যের উপরে
লোভনীয় অভিযান।
নিষ্পাপ নির্দোষ
নিজেকে বানাতে,
কেন তুমি পারছ না
মনটাকে মানাতে।
কত ঘৃণা লজ্জা
তোমাকে ছুয়ে যায়,
কেন প্রাণে জাগে না
মান হারানোর ভয়!
কত ইজ্জত ছিল
ছিল কত সমাদর,
শুন্যতা ঘোচাতে
ছিল কত সহচর।
সুপথের সম্মান
দিলে আজ বলিদান,
কুপথের লালসায়
কর কত গুঞ্জন।
পুন্যের ঘামে ভিজে
করে গেলে শুধু পাপ,
সেই প্রিয় সহচর
দেয় আজ অভিশাপ।
মুখ ভরা হাসি থাকে
মন ভরা কান্না,
আয়নাতে চেয়ে দ্যাখো
লজ্জার বন্যা।
সাদামাটা জীবনের
স্বাদ নিয়ে দেখতে,
পুণ্যতে কি যে সুখ
তবে তুমি বুঝতে।
মান বেঁচে বিলাসিতা
কতদিন চালাবে,
তুমি পাপ ছেড়ে দিলে
তবে রাত পোহাবে।
কোন পথে চলেছ,
ভোগের খেলাতে
কি কারণে মেতেছ।
স্বেচ্ছায় নষ্ট
করে নিজ সম্মান,
অন্যের উপরে
লোভনীয় অভিযান।
নিষ্পাপ নির্দোষ
নিজেকে বানাতে,
কেন তুমি পারছ না
মনটাকে মানাতে।
কত ঘৃণা লজ্জা
তোমাকে ছুয়ে যায়,
কেন প্রাণে জাগে না
মান হারানোর ভয়!
কত ইজ্জত ছিল
ছিল কত সমাদর,
শুন্যতা ঘোচাতে
ছিল কত সহচর।
সুপথের সম্মান
দিলে আজ বলিদান,
কুপথের লালসায়
কর কত গুঞ্জন।
পুন্যের ঘামে ভিজে
করে গেলে শুধু পাপ,
সেই প্রিয় সহচর
দেয় আজ অভিশাপ।
মুখ ভরা হাসি থাকে
মন ভরা কান্না,
আয়নাতে চেয়ে দ্যাখো
লজ্জার বন্যা।
সাদামাটা জীবনের
স্বাদ নিয়ে দেখতে,
পুণ্যতে কি যে সুখ
তবে তুমি বুঝতে।
মান বেঁচে বিলাসিতা
কতদিন চালাবে,
তুমি পাপ ছেড়ে দিলে
তবে রাত পোহাবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সন্দীপ দাস ১৯/০৪/২০১৮সুন্দর