নিয়ম
যত কর চেষ্টা
পীছু ফিরে তাকাবার,
আগামীরা বাঁধা দিবে
থাকবে না অধিকার।
কত ভূল ভ্রান্তি
থাকে কত স্বপ্ন,
পাওয়া না পাওয়ায় মন
রয় উদ্বিগ্ন।
হাসি তামাশায় ভরা
ছিল ওই মন প্রাণ,
মনো সংঘর্ষে
সব হবে অবসান।
সুখে ভরা স্মৃতিগুলো
পড়ে যায় পেছনে,
না পাওয়ার বেদনারা
ভর করে নয়নে।
সুখে ভরা স্মৃতিরা
যায় যেন হারিয়ে,
কষ্টের ক্ষতগুলো
বাসা বাঁধে হৃদয়ে।
পীছু ফিরে তাকাবার,
আগামীরা বাঁধা দিবে
থাকবে না অধিকার।
কত ভূল ভ্রান্তি
থাকে কত স্বপ্ন,
পাওয়া না পাওয়ায় মন
রয় উদ্বিগ্ন।
হাসি তামাশায় ভরা
ছিল ওই মন প্রাণ,
মনো সংঘর্ষে
সব হবে অবসান।
সুখে ভরা স্মৃতিগুলো
পড়ে যায় পেছনে,
না পাওয়ার বেদনারা
ভর করে নয়নে।
সুখে ভরা স্মৃতিরা
যায় যেন হারিয়ে,
কষ্টের ক্ষতগুলো
বাসা বাঁধে হৃদয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হুসাইন দিলাওয়ার ১৮/০৪/২০১৮বাহ......।।
-
সুবীর পাণ্ডে ১৮/০৪/২০১৮সুন্দর জীবন বোধের কবিতা পাঠে মুগ্ধ হলাম।
-
মল্লিকা রায় ১৮/০৪/২০১৮ভালো।
-
পবিত্র চক্রবর্তী ১৮/০৪/২০১৮খুব সুন্দর