নিষ্ঠুর ছলনা
নেই কোন শক্তি
আছে শুধু ভক্তি,
শত অনুনয় করে
মিলছে না মুক্তি।
লজ্জিত অধ্যায়
কাঙ্ক্ষিত প্রত্যয়,
গম্ভীর বাসনায়
জাগ্রত সংশয়।
ব্যর্থতা চিরকাল
এ দেহের জঞ্জাল,
ভ্রান্ত চেতনায়
সপ্নেরা উত্তাল।
সমতার উক্তি
খুঁজে ফেরে যুক্তি,
হিংসার রেশ ধরে
এই বিভক্তি।
সয়ে শত যাতনা
জেগে রয় কামনা,
অস্থির আত্মার
নিষ্ঠুর ছলনা।
আছে শুধু ভক্তি,
শত অনুনয় করে
মিলছে না মুক্তি।
লজ্জিত অধ্যায়
কাঙ্ক্ষিত প্রত্যয়,
গম্ভীর বাসনায়
জাগ্রত সংশয়।
ব্যর্থতা চিরকাল
এ দেহের জঞ্জাল,
ভ্রান্ত চেতনায়
সপ্নেরা উত্তাল।
সমতার উক্তি
খুঁজে ফেরে যুক্তি,
হিংসার রেশ ধরে
এই বিভক্তি।
সয়ে শত যাতনা
জেগে রয় কামনা,
অস্থির আত্মার
নিষ্ঠুর ছলনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সেলিম রেজা সাগর ০১/০৭/২০১৮দারুণ