নির্ভীক
চির দুর্বল ভয় এক বার যাকে
কাপুরুষের বেশে ভয় দেখাতে পেরেছে,
তার কাছে আর কোন দিন
ফিরে আসবে না নির্ভীক সাহস।
জীবন চলার পথে ভীতি
একটা সময় পিছু নেয় সকলের,
শেষ প্রান্তে দাঁড়িয়ে হলেও
তাকে প্রতিরোধ করা উত্তম।
সে আজীবন গা ঢাকা দিয়ে
লুকিয়ে থেকেছে সাহসের ভয়ে।
নির্ভীক জনতার ভিড়ে
ভীতুরাই দিয়েছে দুর্বলতাকে ঠাই।
দুশ্চিন্তার জলোচ্ছ্বাসে ভেসেছে
হারিয়ে গিয়েছে মহাজাগতিক শক্তি,
মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থেকেছে
যন্ত্রণার সাথে লড়াই করা বিশ্বজয়ী বীর।
মানবিক বিপর্যয়ের দুরারোগ্য ব্যধিতে
মহামারী রূপে আক্রান্ত মানবতায়,
কাপুরুষেরা নির্দ্বিধায় বপন করেছে
জঘন্য দুর্বল ভয়ের বীজ।
প্রশান্তির নির্ভীক সৈনিকেরা
পৃথিবীকে জানিয়েছে উদাত্ত আহ্বান,
সফলতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে
নির্দ্বিধায় তুলে এনেছে নির্ভয়ের শস্য।
কাপুরুষের বেশে ভয় দেখাতে পেরেছে,
তার কাছে আর কোন দিন
ফিরে আসবে না নির্ভীক সাহস।
জীবন চলার পথে ভীতি
একটা সময় পিছু নেয় সকলের,
শেষ প্রান্তে দাঁড়িয়ে হলেও
তাকে প্রতিরোধ করা উত্তম।
সে আজীবন গা ঢাকা দিয়ে
লুকিয়ে থেকেছে সাহসের ভয়ে।
নির্ভীক জনতার ভিড়ে
ভীতুরাই দিয়েছে দুর্বলতাকে ঠাই।
দুশ্চিন্তার জলোচ্ছ্বাসে ভেসেছে
হারিয়ে গিয়েছে মহাজাগতিক শক্তি,
মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থেকেছে
যন্ত্রণার সাথে লড়াই করা বিশ্বজয়ী বীর।
মানবিক বিপর্যয়ের দুরারোগ্য ব্যধিতে
মহামারী রূপে আক্রান্ত মানবতায়,
কাপুরুষেরা নির্দ্বিধায় বপন করেছে
জঘন্য দুর্বল ভয়ের বীজ।
প্রশান্তির নির্ভীক সৈনিকেরা
পৃথিবীকে জানিয়েছে উদাত্ত আহ্বান,
সফলতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে
নির্দ্বিধায় তুলে এনেছে নির্ভয়ের শস্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।